shono
Advertisement
housing scheme

কথা রাখলেন মমতা, আজ থেকেই অ্যাকাউন্টে 'বাংলার বাড়ি'র টাকা

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দুই কিস্তিতে আবাসের টাকা দেওয়া হবে। ১২ লক্ষ সুবিধাভোগী এই টাকা পাবেন। ৩-৪ দিনের মধ্য়ে সকলের কাছে এই টাকা পেয়ে যাবেন।
Published By: Paramita PaulPosted: 04:56 PM Dec 17, 2024Updated: 05:34 PM Dec 17, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কথা রাখলেন মুখ্যমন্ত্রী। আজ, মঙ্গলবার থেকে আবাসের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করল রাজ্য সরকার। প্রথম দফায় বাড়ি তৈরির ৬০ হাজার টাকা দেওয়া হচ্ছে। পরের কিস্তিতে আরও ৬০ হাজার, মোট ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হবে। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্ন সভাঘরে প্রতীকী হিসেবে ৪২ জন সুবিধাভোগীর হাতে চেক ও স্মারকপত্র তুলে দেন তিনি। সঙ্গে জানান, "রাজ্য কথা দিলে কথা রাখে।"

Advertisement

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দুই কিস্তিতে আবাসের টাকা দেওয়া হবে। ১২ লক্ষ সুবিধাভোগী এই টাকা পাবেন। ৩-৪ দিনের মধ্য়ে সকলের কাছে এই টাকা পেয়ে যাবেন। যার জন্য রাজ্যের মোট ১৪ হাজার ৭৭৩ কোটি টাকা খরচ হবে। যোগ্য সুবিধাভোগীদের হাতে টাকা তুলে দেওয়ার জন্য কড়া হাতে সার্ভে করা হয়েছে। প্রায় ৩৪ লক্ষ বাড়িতে সমীক্ষা চলেছে। নজর রেখেছেন প্রশাসনিক প্রধানরা। মুখ্যমন্ত্রী জানান, সমীক্ষা করে ২৮ লক্ষ যোগ্য সুবিধাভোগীদের চিহ্নিত করা গিয়েছে। প্রথম ধাপে এর মধ্য়ে ১২ লক্ষ পরিবারকে টাকা দেওয়া হল। বাকি ১৬ লক্ষ পরিবারকে কেন্দ্র যদি টাকা না দেয় তাহলে রাজ্যই ব্যবস্থা করবে। ২০২৬ সালের আগে সকলকে দুই কিস্তিতে টাকা দেওয়া হবে। মে-জুন মাসে প৮ লক্ষ এবং বাকি ৮ লক্ষকে ডিসেম্বর-জানুয়ারি মাসের মধ্যে টাকা দিয়ে দেওয়া হবে।

এদিনের অনুষ্ঠান থেকে কেন্দ্রকেও তোপ দাগেন মমতা। বলেন, "এই প্রকল্পে কেন্দ্রর কাছ থেকে ২৪ হাজার কোটি টাকা পায় বাংলা। কিন্তু পাইনি। তাই আমাদের যা আছে তা দিয়ে করছিয। আমরা ভিক্ষা চাই না। এটা মানুষের অধিকার।" তাঁর দাবি, "গত তিন বছরে ৬৯টি টিম পাঠিয়েছে কেন্দ্র। যা চেয়েছে তাই দিয়েছি। তাও কোনও লাভ হয়নি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আবাসের প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করল রাজ্য সরকার।
  • প্রথম দফায় বাড়ি তৈরির ৬০ হাজার টাকা দেওয়া হচ্ছে।
  • পরের কিস্তিতে আরও ৬০ হাজার, মোট ১ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হবে।
Advertisement