shono
Advertisement

বাংলায় বাংলা বলা অপরাধ! হাওড়া মেট্রো স্টেশনে যাত্রীকে হেনস্তা কর্মীর! কড়া পদক্ষেপ কর্তৃপক্ষের

প্রতিবাদে মেট্রো স্টেশনেই উঠল 'জয় বাংলা' স্লোগান।
Published By: Paramita PaulPosted: 07:48 PM Dec 17, 2024Updated: 07:48 PM Dec 17, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলায় গুগল পে ব্যবহার করে মার খেয়েছিলেন ব্যবসায়ী। এবার বাংলায় টিকিট চাওয়ায় হাওড়া মেট্রোয় হেনস্তার শিকার যাত্রীরা। অবাঙালি মেট্রো কর্মীর দাবি, সব বাঙালিই বাংলাদেশি। এর প্রতিবাদে মঙ্গলবার মেট্রো স্টেশনেই উঠল 'জয় বাংলা' স্লোগান। এদিকে অভিযোগ পাওয়া মাত্র অভিযুক্ত মেট্রো কর্মীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল কর্তৃপক্ষ।

Advertisement

সোশাল মিডিয়ার পোস্ট থেকে জানা গিয়েছে, এদিন এক যাত্রী টিকিট কাটতে গিয়ে বাংলায় কথা বলেন। সঙ্গে আপত্তি করেন ওই মেট্রো কর্মী। এরপরই বাঙালিদের বাংলাদেশি বলে কটাক্ষ করেন বলে অভিযোগ। এর প্রতিবাদে সরব হন নিত্যযাত্রীরা। জয় বাংলা স্লোগান তোলেন তাঁরা। এক যাত্রীর অভিযোগ, ওই কর্মী ভিনরাজ্যের বাসিন্দা। বাঙালি নন। তিনি বাংলার মাটিতে চাকরি করে, এখানে অফিসে বসে বাঙালি বিদ্বেষ ছড়াচ্ছেন। মেট্রো কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের হয়। এরপরই মেট্রো কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের হয়।

তারপরই কড়া পদক্ষেপ করে কর্তৃপক্ষ। একদিনের জন্য তাঁকে সরানো হয়েছে। শুরু হয়েছে বিভাগীয় তদন্তও। তবে পরপর দুটো 'ভাষা সন্ত্রাসের' ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

 

দেখুন ভিডিও

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বাংলায় গুগল পে ব্যবহার করে মার খেয়েছিলেন ব্যবসায়ী।
  • এবার বাংলায় টিকিট চাওয়ায় হাওড়া মেট্রোয় হেনস্তার শিকার যাত্রীরা।
  • অবাঙালি মেট্রো কর্মীর দাবি, সব বাঙালিই বাংলাদেশি।
Advertisement