সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্লীলতাহানি ইস্যুতে দলের শাস্তির মুখে পড়েছেন বর্ষীয়ান সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। এবার তাঁর পাশে দাঁড়ালেন সিপিএম নেতা তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। বললেন, "এটা বৃহত্তর ষড়যন্ত্র।" পাশাপাশি তিনি আরও বলেন, তন্ময়বাবু যদি অপরাধী হয়ে থাকেন, তাহলে তিনি শাস্তি পাবেন।
মহিলা সাংবাদিকের শ্লীলতাহানির অভিযোগ উঠেছে বামনেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে। তা নিয়ে তোলপাড় গোটা বাংলা। ইতিমধ্যেই তন্ময়বাবুকে সাসপেন্ড করেছে দল। তদন্তও শুরু হয়েছে। এদিকে একাধিকবার পুলিশি জেরার মুখে পড়তে হয়েছে বর্ষীয়ান ওই সিপিএম নেতাকে। মহম্মদ সেলিম আগেই গোটা ঘটনায় উষ্মাপ্রকাশ করেছেন। এসবের মাঝে এবার তন্ময়ের পাশে দাঁড়ালেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। বললেন, দল পদক্ষেপ করেছে। তদন্তে সত্যিটা সামনে আসবে। আদতে কী ঘটেছে তা তদন্তে প্রমাণিত হওয়ার আগে বলা যায় না। সেখানেই তিনি ষড়যন্ত্রের তত্ত্ব তুলে ধরেছেন।
প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর, রবিবার দুপুরে এক তরুণী সাংবাদিক ফেসবুক লাইভ করেন। তিনি দাবি করেন, এদিন তাঁর তন্ময় ভট্টাচার্যের সাক্ষাৎকার নেওয়ার কথা ছিল। সেই মতো তিনি সিপিএম নেতার কাছে পৌঁছে যান। তাঁর অভিযোগ, ইন্টারভিউ নেওয়ার আগেই তন্ময়বাবু নাকি তাঁর কোলে বসে পড়েন। মহিলা স্পষ্টভাবে জানান, তিনি এসব পছন্দ করেন না। ওই সাংবাদিকের অভিযোগ, বরাবরই নিজের মাত্রার বাইরে গিয়ে ইয়ার্কি-ঠাট্টা করেন তন্ময় ভট্টাচার্য। পছন্দ না হলেও বিষয়টাকে নিজের মতো করে এড়িয়ে যেতেন তিনি। তবে মাত্রা ছাড়ানোয় ফেসবুক লাইভ করেন নিগৃহীতা। এর পরই তন্ময়বাবুকে সাসপেন্ড করে সিপিএম। যদিও তন্ময় ভট্টাচার্যের দাবি, তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করা হয়েছে।