স্টাফ রিপোর্টার: ‘আলোর সাথে নিশীথ রাতে/ মা এসেছেন ঘরে /বরণ করো বরণ করো /বরণ করো তাঁরে/ মা তুমি মা, মা তুমি মা...।’ শুধু মন্ত্রোচ্চারণেই নয়, সুরে সুরে কালীবন্দনা। কালীপুজোর দিনেই প্রকাশ্যে এল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুরে শ্যামাসঙ্গীত। গেয়েছেন রাজ্যের আর এক মন্ত্রী তথা বিশিষ্ট শিল্পী ইন্দ্রনীল সেন। বিচিত্র সব ভাবনা কথার মালায় গাঁথা এবং সেই কথামালায় সুরযোজনা নিত্যই করে চলেন মুখ্যমন্ত্রী। তাঁর সেই সৃজনে এবার জুড়ল নয়া পালক। মুখ্যমন্ত্রীর কথা ও সুরে গানের সংখ্যা ছুঁল দেড়শোর মাইলফলক। নিখাদ শ্যামা মায়ের বন্দনায় তাঁর কথা-সুরের এমন মেলবন্ধনও কার্যত এই প্রথম। সেই নিরিখে দেড়শোতম সৃজনে মুখ্যমন্ত্রীর কথায় ও সুরে চমকও বটে এই শ্যামাসঙ্গীত। প্রকাশ হতে যেটুকু দেরি, মণ্ডপে মণ্ডপে রীতিমতো জনপ্রিয় ‘আলোর সাথে নিশীথ রাতে’। সোশাল মিডিয়াতেও শেয়ার হয়ে চলেছে লাগাতার।
ক্যানভাসে তাঁর রং-তুলির আঁচড় সাড়া জাগিয়েছে বারবার। ছন্দ ও অলংকারের অনুপম দ্যোতনায় মুখ্যমন্ত্রীর কবিতাও দিনে দিনে আরও বেশি বেশি পাঠকের মনে জায়গা করে নিয়েছে। আবার সেই মমতা বন্দ্যোপাধ্যায়ই একাধারে গীতিকার ও সুরকার হিসাবে যখনই আত্মপ্রকাশ করেছেন, তখনই তাও জনতার মন ছুঁয়ে গিয়েছে। এবারের পুজোয় প্রকাশিত হয় মুখ্যমন্ত্রীর কথা সুরে ১০টি গানের অ্যালবাম ‘অঞ্জলি’। তাবড় শিল্পীদের কণ্ঠে তার প্রতিটি গানই রসিকজনের মন কেড়েছে। আর ‘আমার আড়ালে, আমার আবডালে’ গানটি তো রীতিমতো সুপারহিট। ‘বিশ্ববাংলা পুজোর গান’ সম্মানে সম্মানিত এই গানটি জনপ্রিয়তায় অনেকেরই সেকালের পুজোর গানের স্মৃতি উসকে দিয়েছে। তাঁর ধারাবাহিক সৃজনই সাক্ষী, হাজারো ব্যস্ততার মাঝেও গানের চর্চার সময় ঠিক বের করে নেন মুখ্যমন্ত্রী।
তাই তাঁর কথা ও সুরের মালা গাঁথাও চলে নিরন্তর। তথ্য বলছে, সেই ধারা বয়ে মুখ্যমন্ত্রীর লেখা ও সুরারোপিত গানের সংখ্যা এই মুহূর্তে ১৩০। সরকারি বিভিন্ন প্রকল্প কথায় ও সুরে বাঁধতেও তিনি নিরলস, তার সংখ্যাও অন্তত ২০। সব মিলিয়ে তাঁর সৃজন দেড়শোর মাইলফলক ছুঁয়ে ফেলার লগ্নেই জনতার মন কাড়ল মুখ্যমন্ত্রীর কথা ও সুরে শ্যামাসঙ্গীত। সাবেক শ্যামাসঙ্গীতের ট্রাডিশনে এ এক অন্য মাত্রার সংযোজন, বলছে সংশ্লিষ্ট বিদগ্ধ মহল। কথা যেমন সরল, তেমনই সহজ সুরের চলন। যার নিট ফল, অমাবস্যার রাত বাড়তেই মণ্ডপে মণ্ডপে পুজোর ব্যস্ততার মাঝেও অনিবার্য সেই শ্যামাসঙ্গীতেরই আবহ, ‘সবাই যখন নিশীথ রাতে/ গভীর ঘুমের ঘোরে/ আলোর দেবী আলো নিয়ে এসো/ দাও নতুন করে/ জাগো মাগো জাগো...।’