shono
Advertisement
Birbhum Coal Mine Blast

বীরভূমে খনি বিস্ফোরণ: NIA তদন্তের দাবিতে হাই কোর্টে দায়ের মামলা

মামলার পরবর্তী শুনানি পুজোর পর, ১৪ অক্টোবর।
Published By: Sucheta SenguptaPosted: 01:10 PM Oct 08, 2024Updated: 02:11 PM Oct 08, 2024

গোবিন্দ রায়: বীরভূমে কয়লাখনি বিস্ফোরণ এবার আদালতের দোরগোড়ায়। ঘটনায় NIA তদন্তের দাবিতে কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেন এক আইনজীবী। ৬ জনের প্রাণহানির পর কীভাবে বিস্ফোরণ ঘটল, তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গিয়েছে। একমাত্র এনআইএ সঠিক তদন্ত করতে পারে বলে দাবি করে মামলা দায়েরের অনুমতি চান আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস। অনুমতি দেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। মামলার পরবর্তী শুনানি আগামী ১৪ অক্টোবর।

Advertisement

সোমবার সকালে গঙ্গারামচক কয়লাখনি থেকে কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণ ঘটানো হয়েছিল। কিন্তু ভিতরে শ্রমিকরা যে কাজ করছিলেন, তা খেয়াল ছিল না কারও। আর সেই অসাবধানতা থেকেই শ্রমিকরা চাপা পড়ে যান। পরে ৬ জনের দেহ উদ্ধার হয় সেখান থেকে। এলাকার পরিস্থিতি মঙ্গলবারও ছিল শিউরে ওঠার মতো। এদিক-ওদিক ছড়িয়েছিটিয়ে পড়ে দেহাংশ। যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে, সেই গাড়িও ছিন্নভিন্ন। এদিন পুলিশ সুপার গিয়ে এলাকা ঘিরে দেন। নমুনা সংগ্রহ করতে এলাকায় যাবে ফরেনসিক দল।

কীভাবে এত বড় বিস্ফোরণ ঘটল, তা নিয়ে স্বভাবতই প্রশ্ন ওঠে। বোলপুরের অতিরিক্ত পুলিশ সুপারের মতে, গাড়িতে বিস্ফোরক বোঝাই ছিল, তা আচমকা ফেটে গিয়ে এই দুর্ঘটনা। কিন্তু আসল কারণ কী? তা জানতে বিস্ফোরণ বিশেষজ্ঞ কেন্দ্রীয় সংস্থা NIA-কে দিয়ে তদন্ত করানোর দাবিও উঠেছিল নানা মহলে। মঙ্গলবার ভারতীয় অবহেলিত পার্টি নামে রাজনৈতিক দলের সম্পাদক দীপককুমার সরকার। তাঁর হয়ে আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস আবেদন জানান। বিষয়টির গুরুত্ব বিচার করে প্রধান বিচারপতি মামলা দায়েরের অনুমতি দেন। আগামী ১৪ অক্টোবর শুনানি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বীরভূমের খয়রাশোলে খনি বিস্ফোরণে মামলা হাই কোর্টে।
  • NIA তদন্তের দাবিতে মামলা দায়ের করলেন আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস।
  • মামলার পরবর্তী শুনানি পুজোর পর, ১৪ অক্টোবর।
Advertisement