shono
Advertisement
Anupam Hazra on Dilip Ghosh

'চোর জগা'র ব্যান্ড-বাজা-সানাই', নাম না করে নববিবাহিত দিলীপকে নিশানা অনুপমের?

সাম্প্রতিককালে অনুপমের সোশাল মিডিয়া পোস্টে একাধিকবার অস্বস্তিতে পড়তে হয়েছে বিজেপিকে।
Published By: Sayani SenPosted: 01:15 PM Apr 21, 2025Updated: 04:39 PM Apr 21, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জীবনের ষাট বসন্ত পেরনোর পর ছাঁদনাতলায় দিলীপ ঘোষ (Dilip Ghosh)। প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি আপাতত শুভেচ্ছা জোয়ারে ভাসছেন। তবে নিন্দুকদের সমালোচনারও অন্ত নেই। নানা কটাক্ষও ধেয়ে আসছে তাঁর দিকে। নিন্দুকদের তালিকায় কি নাম জুড়লেন অনুপম হাজরা (Anupam Hazra)? সোমবার সকালে বোলপুরের প্রাক্তন সাংসদের ফেসবুক পোস্ট ঘিরে জল্পনা মাথাচাড়া দিয়েছে। যদিও অনুপম হাজরা তাঁর পোস্টে কারও নামোল্লেখ করেননি।

Advertisement

সোশাল মিডিয়ায় অনুপম লেখেন, "এক ছিল জগাই, এক ছিলো মাধাই... লক্ষ্য শুধু একটাই - পার্টি বেচে কামাই, কামাই আর কামাই... কারণ তারা হল চোরে চোরে মাসতুতো ভাই... কিন্তু সব খেল বিগড়ে দিল ও পাড়ার কানাই... মিডিয়ার সামনে বাজিয়ে দিল চোর জগা'র ব্যান্ড-বাজা-সানাই... এখন মাধাই বড় চিন্তায়... জগারে বলে - দেখ ভাই, আমি এখন সংগঠনের মাথায়... আমার নাম আনিস না সামনে, দিস না বারা ভাতে ছাই... লোকে আবার গালিগালাজ শুরু করলে... আবার সেই মাকে জড়িয়ে ধরা ছবি ছড়িয়ে সিমপ্যাথি নিতে হবে ভাই...।" 

ওয়াকিবহাল মহলের মতে, এই পোস্টটি আসলে নববিবাহিত দিলীপ ঘোষকে খোঁচা দিতেই করেছেন অনুপম। বিশেষত প্রাক্তন সাংসদের পোস্টে থাকা 'সানাই' শব্দটি নাকি সে ইঙ্গিতই করছে। যদিও অনুপম এই পোস্টটির একেবারে উপরে তিনি লেখেন, "বাস্তবের সঙ্গে কোনও মিল খুঁজে পেলে, সেই মাথাব্যথা আপনার...।"

প্রসঙ্গত, সক্রিয় রাজনীতি থেকে বহুদিনই দূরে অনুপম হাজরা। তাঁকে গেরুয়া শিবিরের মিটিং, মিছিলে সেভাবে আর দেখা যায় না। বরং সাম্প্রতিককালে অনুপমের সোশাল মিডিয়া পোস্টে একাধিকবার অস্বস্তিতে পড়তে হয়েছে বিজেপিকে। অবশ্য বঙ্গ বিজেপিতে 'আমরা-ওরা' নতুন নয়। দিলীপ ঘোষের বিয়েতেও একই দৃশ্য নজরে আসে। সেখানে সুকান্ত-লকেটের মতো 'আদি' বিজেপি নেতানেত্রীদের দেখা গিয়েছিল। তবে তথাকথিত 'নব্য' বিজেপির কারোর দেখা পাওয়া যায়নি। রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন, গোষ্ঠীদ্বন্দ্বের জেরে বাংলায় সংগঠন সেভাবে মজবুত করতে পারেনি গেরুয়া শিবির। সে কারণে একের পর এক ভোটে ভরাডুবির সাক্ষী তারা। আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেও সংগঠন মজবুত তো দূর, 'গোষ্ঠীদ্বন্দ্বে' জর্জরিত বিজেপি নিজের দলের নেতানেত্রীদের একে অপরকে আক্রমণে ব্যস্ত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • সদ্যই রিঙ্কু মজুমদারের সঙ্গে চারহাত এক হয় দিলীপ ঘোষের।
  • নাম না করে নববিবাহিত দিলীপকে নিশানা অনুপমের?
  • অনুপম হাজরার পোস্ট ঘিরে জল্পনা মাথাচাড়া দিয়েছে।
Advertisement