গোবিন্দ রায়: উত্তপ্ত সন্দেশখালিতে (Sandeshkhali) যেতে গিয়ে একবার বাধার মুখে পড়েছেন। নতুন করে আবার সেখানে যাওয়ার পরিকল্পনা হয়েছে। আর তা যাতে মসৃণভাবে হয়, সেই কারণে এবার সরাসরি আদালতের দ্বারস্থ হল বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার কলকাতা হাই কোর্টে (Calcutta HC) এই সংক্রান্ত অনুমতি চাইলেন শুভেন্দু অধিকারী, শংকর ঘোষরা। আজই দুপুর ২টোয় শুনানি হওয়ার কথা।
মাসখানেক ধরে রাজনৈতিক অশান্তিতে জ্বলতে থাকা সন্দেশখালিতে সম্প্রতি পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে। ইডির স্ক্যানারে থাকা এলাকার দোর্দণ্ডপ্রতাপ নেতা শেখ শাহজাহানকে(Shahjahan Sheikh) নাগালে না পেলেও তাঁর অনুগামী উত্তম সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাতেও শান্ত হয়নি এলাকা। শাহজাহান ও তাঁর সাঙ্গোপাঙ্গোদের বিরুদ্ধে বিস্ফোরক সমস্ত অভিযোগে বিক্ষোভ শুরু করেছেন স্থানীয় মহিলারা। এলাকায় অগ্নিসংযোগ, পুলিশের সঙ্গে সংঘর্ষ ধুন্ধুমার পরিস্থিতি। অশান্তি এড়াতে ১৪৪ ধারা জারি করা হয় সন্দেশখালিতে, বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট পরিষেবা।
[আরও পড়ুন: প্রয়াত ওয়ার্নকে কড়া টক্কর! দেখে নিন ভাইরাল হওয়া নতুন ‘বল অফ দ্য সেঞ্চুরি!’]
এই পরিস্থিতিতে সোমবার সন্দেশখালির উদ্দেশে রওনা হয় শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নেতৃত্বে বিধায়কদের একটি দল। কিন্তু ১৪৪ ধারা জারি থাকায় বাসন্তী হাইওয়েতে তাদের আটকে দেওয়া হয়। সেখানেই বাসের মধ্যে সারা দুপুর, বিকেল অপেক্ষা করেন শুভেন্দু অধিকারী, অগ্নিমিত্রা পল, শংকর ঘোষ, মিহির গোস্বামীরা। পরে খালি হাতেই ফিরতে হয় তাঁদের। আগামী ১৬ তারিখ তাঁরা ফের সন্দেশখালি যাওয়ার পরিকল্পনা করেন। আর তার অনুমতি চেয়ে আজ হাই কোর্টের দ্বারস্থ হন শুভেন্দু অধিকারী। দুপুরে শুনানি হলেই বোঝা যাবে, সন্দেশখালি যাওয়ার অনুমতি মিলছে কিনা। তবে ১৪৪ ধারা প্রত্যাহার না হলে আবারও সন্দেশখালি ঢুকতে বাধার মুখে পড়বেন তাঁরা।