shono
Advertisement
ED Raid at I-PAC

আইপ্যাক কাণ্ডে নবান্নের সামনে ধরনার পরিকল্পনা, অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি

মামলা দায়েরের অনুমতি দিলেন বিচারপতি শম্পা দত্ত পাল। শুনানি কবে, তা এখনও জানা যায়নি।
Published By: Sucheta SenguptaPosted: 11:58 AM Jan 13, 2026Updated: 02:07 PM Jan 13, 2026

আইপ্যাকে ইডি তল্লাশির (ED Raid at I-PAC) সময় পুলিশের বাধা, মুখ্যমন্ত্রীর ফাইল নিয়ে যাওয়া-সহ প্রশাসনিকভাবে তদন্তে বাধার অভিযোগ আগেই তুলেছিল বিজেপি। এবার তার প্রতিবাদে নবান্নের সামনে ধরনায় বসতে চায় তারা। রাজ্যের মূল প্রশাসনিক ভবনের সামনে এই ধরনার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হল গেরুয়া শিবির। এনিয়ে বিচারপতি শম্পা দত্ত পালের দৃষ্টি আকর্ষণ করেছিলেন পদ্মনেতারা। জানা গিয়েছে, তিনি মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। তবে কবে শুনানি, তা এখনও জানা যায়নি।

Advertisement

গত ৮ জানুয়ারি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দপ্তর এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালায় ইডি। খবর পেয়ে সেখানে গিয়ে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কিছু ফাইল নিয়ে আসেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছিলেন, ওইসব তাঁর দলের নথিপত্র। তাতে নির্বাচনী রণকৌশলের মতো গুরুত্বপূর্ণ কাগজপত্র রয়েছে। সেসব ছিনতাইয়ের ষড়যন্ত্র করেছে ইডি, এই অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, দলের স্বার্থে তিনি সেসব ফাইল সঙ্গে নিয়ে গেলেন। মুখ্যমন্ত্রীর এই ভূমিকার সমালোচনা করে বিরোধী দল বিজেপি। তাঁদের অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারীদের কাজে বাধা দিতে প্রশাসনকে সঙ্গে নিয়ে নেমেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এরপরই মুখ্যমন্ত্রীর ভূমিকার প্রতিবাদে দলের তরফে নবান্নের সামনে ধরনা কর্মসূচি গ্রহণ করা হয়। কিন্তু নবান্ন রাজ্যের মূল প্রশাসনিক ভবন। তাই তার আশপাশ 'হাই সিকিওরিটি জোন।' এহেন জায়গায় ধরনার জন্য আলাদা অনুমতি দরকার। তাই সরাসরি উচ্চ আদালত থেকে সেই অনুমতি চাইল বিজেপি। এনিয়ে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন বিচারপতি শম্পা দত্ত পাল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement