shono
Advertisement
Kolkata Police

বিস্ফোরণে কেঁপে উঠল কসবা, ইউটিউব দেখে তুবড়ি বানাতে গিয়েই বিপত্তি!

বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে আশেপাশের বাড়ির কাঁচের জানলায় রীতিমতো ফাটল ধরে যায়। ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ।
Published By: Kousik SinhaPosted: 09:12 PM Jan 17, 2026Updated: 09:32 PM Jan 17, 2026

ভর সন্ধ্যায় হঠাৎ করেই বিস্ফোরণে কেঁপে উঠল কসবা! বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে আশেপাশের বাড়ির কাঁচের জানলায় রীতিমতো ফাটল ধরে যায়। ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। যা নিয়ে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় কসবা থানার পুলিশ। কীভাবে এবং কেন এই বিস্ফোরণ তা খতিয়ে দেখা হয়। জানা যায়, ওই বাড়িতে তুবড়ি বানানোর কাজ চলছিল। সেই সময় এই বিস্ফোরণ ঘটে। শুধু তাই নয়, ইউ টিউব দেখে ওই তুবড়ি বানানো হচ্ছিল বলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে। 

Advertisement

শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে কসবা থানা এলাকার এম কে ঘোষাল রোডে। খবর পেয়ে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অন্যদিকে ঘটনায় এক ব্যক্তি গুরুতর জখম হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের দাবি, হঠাৎ করেই প্রবল বিস্ফোরণে শব্দে গোটা এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের জেরে আশেপাশের বেশ কয়েকটি বাড়ির জানলার কাঁচ পর্যন্ত ভেঙে যায়। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী বলেন, ''প্রথমে ভেবেছিলাম সিলিন্ডার বিস্ফোরণ ঘটেছে। রীতিমতো আতঙ্কিত হয়ে বেরিয়ে আসি।'' শুধু তিনি নয়, বিস্ফোরণের শব্দে রীতিমতো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই বাড়ি ছেড়ে বাইরে চলে আসেন।

কিন্তু অসময়ে কেন ওই বাড়িতে তুবড়ি বানানোর কাজ চলছিল তা খতিয়ে দেখছেন পুলিশ আধিকারিকরা। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের অন্যান্য সদস্যদেরও। সূত্রের খবর, তদন্তকারীরা জানতে পেরেছেন, বিয়ে বাড়ির জন্য ওই তুবড়ি বানানোর কাজ চলছিল। তুবড়িতে মশলা ভরার সময়েই এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে খবর। শুধু তাই নয় ইউটিউব দেখে মশলা কিনে তুবড়ি বানানো চলছিল বলেও জানা যাচ্ছে। যদিও এই বিষয়ে আরও নিশ্চিত হতে তদন্ত চালাচ্ছেন পুলিশ আধিকারিকরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement