নিরুফা খাতুন: শনিবার সাতসকালে এক যুবকের দেহ উদ্ধার খাস কলকাতায়। রেসকোর্স এলাকা থেকে দেহটি উদ্ধার করেছে পুলিশ। খুন নাকি আত্মহত্যা তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছেন ওই ব্যক্তি। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সামশাদ। এলাকায় অস্থায়ী কর্মী হিসাবে কাজ করতেন। শনিবার সাতসকালে রাস্তার ধারে টিনের শেডের একটি অংশ থেকে গামছা জাতীয় কিছুর সঙ্গে তাঁর দেহ আধঝোলা অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর যায় পুলিশে। দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রশ্ন উঠছে, একদম রাস্তার ধারে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করলেও কারও চোখে পড়ল না? নাকি কেউ বা কারা তাঁকে খুন করে দেহ ঝুলিয়ে দিয়েছে? উঠছে সেই প্রশ্নও।
পুলিশের প্রাথমিক অনুমান, হাতে দীর্ঘদিন কোনও কাজ না থাকায় আত্মঘাতী হয়েছেন সামশাদ। স্থানীয়দের একাংশেরও অনুমান টাকার অভাবে, কাজ না থাকায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন তিনি। সেই কারণেই এই চরম সিদ্ধান্ত। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। আত্মহত্যা মনে করা হলেও সব দিক খতিয়ে দেখছে পুলিশ।