সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উপাচার্য (VC) নিয়োগ নিয়ে রাজ্য সরকার-রাজ্যপালের সংঘাত চলছে। তারই মধ্যে নজিরবিহীন আক্রমণ শোনা গেল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর (Bratya Basu) গলায়। শনিবার সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, রাজ্যপাল তথা আচার্য নিযুক্ত উপাচার্যরা সকলে ‘অনুপ্রবেশকারী’। কারণ, সুপ্রিম কোর্টই জানিয়ে দিয়েছে, রাজ্যপাল যেভাবে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করেছেন, তা আইনি নয়। তাঁদের বৈধতা নেই বলেই ব্রাত্য বসুর এহেন মন্তব্য বলে মনে করা হচ্ছে।
শনিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, আচার্য সি ভি আনন্দ বোস ( C V Anand Bose) অন্তবর্তী উপাচার্য হিসাবে যাঁদের নিয়োগ করেছেন, সেটা বেআইনি। আমাদের এখানে শিক্ষা সম্মেলন করেছে সিআইএ। আমাদের দপ্তরের সঙ্গে সমন্বয় ছিল। বৈধ অনুমোদনক্রমে যাঁরা পদাধিকারী রয়েছেন তাঁদেরই তো ডাকব। আমার মনে হয় না, অনুপ্রবেশকারীদের এখানে ডাকার প্রয়োজনীয়তা আছে।”
[আরও পড়ুন: ১০ লাখ থেকে ৩ বছরে ১০ কোটি সম্পত্তি শিশিরের! ‘কোন জাদুতে’, প্রশ্ন কুণালের]
কিন্তু কেন আচমকা তাঁর এই আক্রমণ? জানা গিয়েছে, রাজ্যে শিক্ষা সম্মেলনে সরকারি বিশ্ববিদ্যালয়ের কোনও উপাচার্য উপস্থিত নেই। এই ছবি একেবারেই ব্যতিক্রমী। অন্যান্য বছরগুলিতে শিক্ষা সম্মেলনে তাঁরাই বেশি থাকেন। সূত্রের খবর, তাঁদের অনেকেই এবার আমন্ত্রণ পাননি। সে বিষয়েই শনিবার শিক্ষামন্ত্রীর দাবি, যাঁরা বৈধ উপাচার্য নন, তাঁরা আমন্ত্রণ পাননি। সেই কারণেই তাঁদের ‘অনুপ্রবেশকারী’ বলে বোঝাতে চেয়েছেন বৈধতা নেই। ফলত সরকারি অনুষ্ঠানে আমন্ত্রিত নন তাঁরা। ওয়াকিবহাল মহলের মত, শিক্ষামন্ত্রীর এই মন্তব্যে উপাচার্য নিয়ে সংঘাত আরও বাড়ল।