shono
Advertisement

‘সরকার যাই করুক, সমর্থন করব’, বকেয়া ইস্যুতে শুভেন্দুকে জবাব রাজ্যপালের

বাংলার বকেয়া নিয়ে ধনকড়, অমিত শাহর সঙ্গে আলোচনা বেশ ইতিবাচক বলে জানিয়েছেন রাজ্যপাল।
Posted: 02:07 PM Feb 03, 2024Updated: 04:18 PM Feb 03, 2024

সুদীপ রায়চৌধুরী: এবার দিল্লি সফরে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) সঙ্গে বৈঠকে বাংলার বকেয়া প্রসঙ্গে আলোচনা করেছেন রাজ্যপাল। আর তার পর শুক্রবারই যৌথ প্রকল্প জল জীবন মিশনের ১০০০ কোটি টাকা পেয়েছে বাংলা। শনিবার তিনি দিল্লি থেকে কলকাতা ফিরে জানালেন, ”আমি শুধুমাত্র একটা মাধ্যম। এটা সবেমাত্র শুরু। আপনি আরও ইতিবাচক বিষয় জানতে পারবেন খুব শীঘ্রই।” পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কটাক্ষেরও জবাব দিয়েছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Anand Bose)। তাঁর কথায়, ”আমি বাংলার মানুষের স্বার্থে রয়েছি‌। কোনও নির্দিষ্ট সরকারের পক্ষে নই। আমার সঙ্গে সরকারের সম্পর্ক হচ্ছে, সরকার যাই করুক না কেন, আমি সমর্থন করব।”

Advertisement

শুক্রবার রাজ্যপালের এই ভূমিকা নিয়ে সমালোচনা করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্য নির্বাচন কমিশনের সামনে সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ”রাজ্যপাল অনেক কথা বলেন, কেউ গুরুত্ব দেন না। বৃহস্পতিবার জগদীপ ধনকড়, অমিত শাহের সঙ্গে দেখা করে বাংলার হয়ে সওয়াল করেছেন বোস। কখন প্রেম-প্রীতি-ভালবাসা আর কখন ঝগড়া, আমি বলতে পারব না।” আসলে এই দুজনের সঙ্গে দেখা করেই রাজ্যপাল বাংলার বকেয়ার কথা বলেছেন। আর সেই কারণেই তিনি বিজেপির এমন সমালোচনার মুখে পড়েন।

[আরও পড়ুন: ইনস্টাগ্রামে আলাপ, তরুণীর খাবারে মাদক মিশিয়ে গণধর্ষণ ‘বন্ধু’র!]

শনিবার কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) পা রেখেই শুভেন্দু অধিকারীর সমালোচনার জবাব দিয়েছেন সি ভি আনন্দ বোস। তিনি বলেন, ”উনিও ঠিক, আমিও ঠিক। আমি বাংলার মানুষের স্বার্থে রয়েছি‌। তাঁদের জন্য কথা বলেছি। কোনও নির্দিষ্ট সরকারের পক্ষে নই। আমার সঙ্গে সরকারের সম্পর্ক হচ্ছে, সরকার যাই করুক না কেন আমি সমর্থন করব।”

[আরও পড়ুন: থানার ভিতরেই জোটসঙ্গীকে গুলি বিজেপি বিধায়কের! তুঙ্গে উত্তেজনা]

তাঁর কথায়, ”গভর্নর হিসেবে রাজ্যের মানুষ যাতে ভালো থাকেন, তার জন্য আমার একটা কর্তব্য রয়েছে। এটা আমার প্রথম ভিজিট নয়, দ্বিতীয় ভিজিট। কেন্দ্রীয় সরকারের কাছে। মূলত বিভিন্ন প্রকল্পের তহবিল নিয়ে আলোচনা হয়েছে যেটা রাজ্যের মানুষের স্বার্থে লাগে। এই নিয়ে আলোচনা হয়েছে। রেজাল্ট খুবই ইতিবাচক।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement