shono
Advertisement
Tarakeswar-Bishnupur Rail Project

'আড়াই লক্ষের চেয়ে আড়াইশোর স্বার্থ বড় নয়', তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্প নিয়ে কী নির্দেশ হাই কোর্টের?

জমি অধিগ্রহণ সমস্যা মেটাতে রাজ্যকে নির্দেশ দিয়েছে আদালত।
Published By: Sayani SenPosted: 10:29 AM Mar 07, 2025Updated: 10:29 AM Mar 07, 2025

গোবিন্দ রায়: হাই কোর্টের নির্দেশে নতুন করে আশার আলো দেখছে তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্প। ওই প্রকল্পের অন্তর্গত ভাবাদিঘির অংশের কাজ আগামী ৩ মাসের মধ্যে শেষ করতে নির্দেশ দিল হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ। পাশাপাশি, জমি অধিগ্রহণ বাবদ যেখানে ক্ষতিপূরণ ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে, সেই অঞ্চলের কাজ ৬ সপ্তাহের মধ্যে শুরু করতে হবে। সে ক্ষেত্রে রেল কর্তৃপক্ষকে সর্বতোভাবে সহযোগিতা করতে ও জমি অধিগ্রহণ সমস্যা মেটাতে রাজ্যকে নির্দেশ দিয়েছে আদালত।

Advertisement

অভিযোগ, কাজ শুরু হওয়ার পর গত ৮ বছর ধরে বন্ধ পড়ে রয়েছে তারকেশ্বর - বিষ্ণুপুর এই রেল প্রকল্পে কাজ। গোঘাট ও কামার পুকুরে মধ্যে ভাবাদিঘির উপর দিয়ে রেলপথ তৈরীর বিরোধিতায় জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাই কোর্টে। বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানিতে আদালতের প্রাথমিক পর্যবেক্ষণে প্রধান বিচারপতি বলেন, "আড়াই লক্ষ মানুষের স্বার্থের চেয়ে আড়াইশো মানুষের স্বার্থ বড় হতে পারে না।"

জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেল মন্ত্রী থাকাকালীন রেলমন্ত্রী থাকাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারকেশ্বর-বিষ্ণুপুর রেলপথের ঘোষণা করেন। এদিন মামলার শুনানি পর্বে এপ্রসঙ্গে প্রধান বিচারপতি বলেন, "রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তাহলে তো উচিত আরও উদ্যোগ নিয়ে এই প্রকল্পের কাজ অতি দ্রুত সম্পন্ন করার। আমি আশা করব তিনি নিজে থেকে উদ্যোগ নিয়ে এই কাজ সম্পন্ন করার ক্ষেত্রে রেল কর্তৃপক্ষকে সহযোগিতা করবেন।"

এদিন আবেদনকারী স্থানীয়দের আইনজীবী রঘুনাথ চক্রবর্তীর বক্তব্য, দিঘির উপর দিয়ে রেলপথ হলে দিঘির জলের প্রবাহ বাধা পাবে। সেই শুনে প্রধান বিচারপতি বলেন, "আপনি জানেন এখন বঙ্গোপসাগরের উপর দিয়েও রেল চলে। এখন প্রযুক্তি অনেক উন্নত হয়েছে।"স্থানীয়দের আইনজীবীর আরও বক্তব্য, "দীঘির জল এলাকার মানুষের কৃষিকাজে ব্যাবহার হয়। সাধারণ দিঘির জল অন্যান্য কাজেও ব্যবহার করেন।" কিন্তু তাঁর যুক্তি খারিজ করে দিয়েছে আদালত।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • হাই কোর্টের নির্দেশে নতুন করে আশার আলো দেখছে তারকেশ্বর-বিষ্ণুপুর রেল প্রকল্প।
  • ওই প্রকল্পের অন্তর্গত ভাবাদিঘির অংশের কাজ আগামী ৩ মাসের মধ্যে শেষ করতে নির্দেশ দিল হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ।
  • পাশাপাশি, জমি অধিগ্রহণ বাবদ যেখানে ক্ষতিপূরণ ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে, সেই অঞ্চলের কাজ ৬ সপ্তাহের মধ্যে শুরু করতে হবে।
Advertisement