সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর সভা নিয়ে জটিলতার জল গড়াল কলকাতা হাই কোর্টে। আগামী ১৭ মে বাঁকুড়ার সিমলাপালে সভা রয়েছে তাঁর। ওই সভার অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা।
শুক্রবার বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চে এই মামলার শুনানি হয়। তাতে রাজ্যের তরফে জানানো হয়, আগামী ১৭ মে বাঁকুড়ার সিমলাপালে স্থানীয় একটি উৎসব রয়েছে। তাই ওইদিন সভা বা মিছিল করতে দেওয়া যাবে না। বিচারপতি প্রশ্ন করেন কী সেই অনুষ্ঠান। রাজ্যের তরফে জানানো হয়, “সেটা জানি না। পুলিশ বলেছে।”
[আরও পড়ুন: দ্য কেরালা স্টোরি: শুভাপ্রসন্নকে নিশানা সায়নী ঘোষের, ‘ওর জন্ম কবে?’, পালটা প্রশ্ন শিল্পীর]
এরপর বিচারপতি জানান, আগামী ১৭ মে’র সভার অনুমতি দেন। ওইদিন দুপুর ৩টে থেকে সন্ধে ৭টা পর্যন্ত সভা করা যাবে। যেহেতু শুভেন্দু অধিকারী সভার প্রধান বক্তা তাই সেখানে নিরাপত্তার স্বার্থে সিআরপিএফ মোতায়েন করতে হবে। বিচারপতি আরও জানান, আগামী দিনে যেকোনও সভার অনুমতি চেয়ে ১৫ দিন আগে আবেদন করতে হবে। চারদিনের মধ্যে পুলিশ সেই আবেদন সংক্রান্ত মতামত জানাবে।
কলকাতা হাই কোর্টের অনুমতির পরই সিমলাপালের সভার জোর প্রস্তুতি শুরু করেছে বিজেপি। সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো রাজ্য পুলিশের সমালোচনাও করেন। তিনি বলেন, “পুলিশের কাজ বিজেপিকে আটকানো। বিজেপির কর্মসূচি দেখে আতঙ্কিত তৃণমূল। তাই সভার অনুমতি দেয়নি পুলিশ।”