shono
Advertisement
Calcutta High Court

হাই কোর্টে প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিলের শুনানি থেকে সরলেন বিচারপতি সৌমেন সেন, মামলা যাচ্ছে প্রধান বিচারপতির কাছে

নতুন ডিভিশন বেঞ্চ গঠন করবেন প্রধান বিচারপতি।
Published By: Suhrid DasPosted: 01:08 PM Apr 07, 2025Updated: 01:22 PM Apr 07, 2025

গোবিন্দ রায়: প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ৩২ হাজার চাকরি বাতিল মামলায় এবার সরে দাঁড়ালেন কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌমেন সেন। আজ সোমবার কলকাতা হাইকোর্টে এই মামলা ওঠার কথা ছিল। তার আগেই বিচারপতি সৌমেন সেন সরে দাঁড়ালেন। ফলে এই ডিভিশন বেঞ্চে আর মামলা হবে না। এই মামলা আগামী দিনে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে যাবে। তিনিই এই মামলার পরবর্তী শুনানির জন্য নতুন ডিভিশন বেঞ্চ গঠন করবেন। সেখানেই আগামীতে শুনানি হবে বলে খবর।

Advertisement

এসএসসি মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি গিয়েছে বাংলার প্রায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর। চাকরি হারিয়ে চোখের জল বাঁধ মানছে না চাকরিহারাদের। তাঁদের পরিবারের লোকজনদের মাথাতেও আকাশ ভেঙে পড়েছে। এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারাদের পাশে আছেন। এদিন মুখ্যমন্ত্রী চাকরিহারাদের সঙ্গে বৈঠকও করেছেন। এদিকে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়েও ক্রমে বাড়ছিল দুশ্চিন্তা। এর আগে কলকাতা হাই কোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি গিয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য। আগামীতে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকদের ভবিষ্যৎ কী? সেই অনিশ্চয়তা তৈরি হয়েছিল। সেই মামলারই শুনানি হওয়ার কথা ছিল কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চে।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়েছিল। ২০১৪ সালে প্রাথমিকে শিক্ষক নিয়োগের পরীক্ষায় টেট উত্তীর্ণ হন প্রায় এক লক্ষ ২৫ হাজার প্রার্থী। ২০১৬ সালে তাঁদের নিয়োগ প্রক্রিয়া শুরু করে পর্ষদ। টেট উত্তীর্ণদের মধ্যে থেকে ৪২,৯৪৯ জনকে চাকরি দেওয়া হয়। অভিযোগ ওঠে, ওই ৪২,৯৪৯-এর মধ্যে ৩২,০০০ প্রার্থী ‘অপ্রশিক্ষিত’। এছাড়াও তাঁদের নিয়োগের ক্ষেত্রে একাধিক ‘অনিয়ম’ হয়েছে। সঠিক পদ্ধতিতে ইন্টারভিউ এবং ‘অ্যাপ্টিটিউড টেস্ট’ না নিয়েই চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ। মামলায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল করে সিঙ্গল বেঞ্চ। পরে সুপ্রিম কোর্ট ঘুরে ওই মামলা বিচারাধীন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে যায়। এর আগে সেই মামলায় এবার সব পক্ষের বক্তব্য জানতে চেয়েছিল আদালত। কোন যুক্তিতে প্রাথমিকের ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল করা হল? তা জানতে চেয়ে সব পক্ষের কাছে বক্তব্য চেয়েছিল হাই কোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ।

এদিন সেই মামলারই শুনানি ছিল। তবে শুনানি শুরুর আগেই বিচারপতি সৌমেন সেন মামলা থেকে সরে দাঁড়ালেন। ফলে এই মামলা যাচ্ছে প্রধান বিচারপতির কাছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ৩২ হাজার চাকরি বাতিল মামলায় এবার সরে দাঁড়ালেন কলকাতা হাই কোর্টের বিচারপতি সৌমেন সেন।
  • আজ সোমবার কলকাতা হাইকোর্টে এই মামলা ওঠার কথা ছিল। তার আগেই বিচারপতি সৌমেন সেন সরে দাঁড়ালেন।
  • ফলে এই ডিভিশন বেঞ্চে আর মামলা হবে না। এই মামলা আগামী দিনে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের কাছে যাবে।
Advertisement