shono
Advertisement
Calcutta high court

কাঁথির কৃষি উন্নয়ন ব্যাঙ্কের নির্বাচনেও চাই কেন্দ্রীয় বাহিনী! মামলা দায়েরের অনুমতি হাই কোর্টের

চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।
Published By: Subhankar PatraPosted: 02:08 PM Mar 25, 2025Updated: 02:20 PM Mar 25, 2025

গোবিন্দ রায়: কাঁথি কো-অপারেটিভ কৃষি এবং গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী চেয়ে আবেদন। হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। অনুমতি পাওয়ার পরই মামলা দায়ের করেছেন স্বপন বেরা নামে জনৈক্য ব্যক্তি। চলতি সপ্তাহে ওই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে আদালত সূত্রের খবর।

Advertisement

চলতি মাসের আগামী শনিবার কাঁথির কো-অপারেটিভ কৃষি এবং গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের নির্বাচন রয়েছে। সেই নির্বাচনে শাসকদলের সমর্থিত প্রার্থীরা অশান্তি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মামলাকারী। সেই অভিযোগ তুলে সুষ্ঠু নির্বাচন চেয়ে এই আবেদন বলে জানা গিয়েছে। আদালত কেন্দ্রীয় বাহিনী মোতায়ানের নির্দেশ দিলে এই নিয়ে দ্বিতীয়বার কোনও সমবায় নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।

গত বছরের ডিসেম্বর মাসে কাঁথি সমবায় নির্বাচনে সুপ্রিম কোর্টের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছিল। যা নজিরবিহীন সিদ্ধান্ত হিসাবে উঠে আসে। শুধু বাহিনী মোতায়েনই নয়, ভোটে কারচুপি রুখতে সিসি ক্যামেরা লাগানোর নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। ১৪টি ভোটগ্রহণ কেন্দ্রে মোট ৩০০ সিসি ক্যামেরার বসানো হয়েছিল। প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রের ২০০ মিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন। প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে মোতায়েন ছিল ৬০ থেকে ৮০ জন পুলিশকর্মী। সেই কাঁথিতেই এবার ফের আরও একটি সমবায় নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী চেয়ে মামলা দায়ের হল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কাঁথি কো-অপারেটিভ কৃষি এবং গ্রামীণ উন্নয়ন ব্যাঙ্কের নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী চেয়ে হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন।
  • দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত।
  • মামলা দায়ের করার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।
Advertisement