মহানগরীর আকাশ ধোঁয়া ধোঁয়া। তাতে কুয়াশা জমে নেই, জমেছে বিষ। অভিযোগ, কলকাতা শহরে দিনের পর দিন বাতাসের গুণগত মান নামছে। ন্যূনতম যে মাত্রা থাকা উচিত তার থেকে অনেক বেশি পরিমাণে দূষণ রয়েছে বাতাসে। যা নিয়ে এবার সরব কলকাতা হাই কোর্ট। শহরজুড়ে মাত্রাতিরিক্ত দূষণ ঠেকাতে এবার স্বতঃপ্রণোদিত মামলা রুজু করল কলকাতা হাই কোর্ট। সম্প্রতি বাংলা, বিশেষ করে কলকাতার দূষণ নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছেন হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।
সোমবার দূষণ সংক্রান্ত আরও দু'টি জনস্বার্থ মামলা ওঠে প্রধান বিচারপতির বেঞ্চে। সেই সময়ই এই স্বতঃপ্রণোদিত মামলার কথা এজলাসে উল্লেখ করেন প্রধান বিচারপতি। আদালত এ-ও জানিয়েছে, স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের পর এই মর্মে কেন্দ্র ও রাজ্যকে চিঠি পাঠানো হয়েছে। এদিন এজলাসে কেন্দ্রের তরফে উপস্থিত অতিরিক্ত সলিসিটর জেনারেল আদালতের সেই চিঠি পাওয়ার স্বীকার করেন। প্রসঙ্গত, পার্ক সার্কাসে হওয়া সার্কাস কিংবা রবীন্দ্র সরোবরে ছট পুজোর ভিড়, যার জেরে অতি মাত্রায় দূষণ। প্রতিটি ক্ষেত্রেই হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। কিন্তু এই প্রথমবার বেনজির পদক্ষেপ করে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করল কলকাতা হাইকোর্ট।
জানা গিয়েছে, ন্যূনতম যে মাত্রা থাকা উচিত তার থেকে অনেক বেশি পরিমাণে দূষণ রয়েছে কলকাতার বাতাসে। যা নিয়ে আবেদন জানান এক আইনজীবী। তিনি মামলায় নথি হিসাবে ২ জানুয়ারি, ২০২৬-এর রিয়েল-টাইম এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) তথ্য দিয়েছেন। তার প্রেক্ষিতেই হস্তক্ষেপ করেছে আদালত।
