সুদীপ রায়চৌধুরী: শিক্ষাক্ষেত্রে ফের হস্তক্ষেপের অভিযোগ। ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত। নতুন করে ৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Anand Bose)। মুর্শিদাবাদ, কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়, আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ও MG বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য (VC) নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আর তা নিয়ে নতুন করে সংঘাতের পরিস্থিতির আশঙ্কা ওয়াকিবহাল মহলের।
রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ নিয়ে একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন আচার্য তথা রাজ্যপাল, এমন অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। তাতে শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, আচার্য হিসাবে বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের নিয়োগ কর্তা রাজ্যপাল। কিন্তু রাজ্যপাল উপাচার্যদের নির্বাচন কর্তা নন। তাছাড়া রাজ্যপালের কাছে কোনও সিলেকশন কমিটিও নেই। পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি (Search Committee) গঠন করে দেবে শীর্ষ আদালত, এমন জানিয়েছিল ডিভিশন বেঞ্চ।
[আরও পড়ুন: রাতের দিল্লিতে ‘বেঙ্গল অ্যাসেম্বলি’, তৃণমূলের ‘নীল নকশা’ ঘিরে জোর জল্পনা]
সেই সার্চ কমিটির সদস্য কারা হবেন, তা নিয়েও বিস্তর জল্পনা হয়। রাজ্য সরকার, ইউজিসি (UGC) এবং রাজ্যপাল আলোচনা করে পাঁচজনের নাম পাঠানোর পরামর্শ দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু সেই সার্চ কমিটি এখনও চূড়ান্ত হয়নি। তারই মধ্যে রবিবার পাঁচটি বিশ্ববিদ্যালয়ে নতুন করে উপাচার্য নিয়োগ করলেন আচার্য সি ভি আনন্দ বোস। মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে অচিন্ত্য সাহা, পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে নিখিলচন্দ্র রায়কে নিয়োগ করা হয়েছে। এছাড়া আলিপুরদুয়ারে রথীন বন্দ্যোপাধ্যায়, বিশ্ব বাংলা বিশ্ববিদ্যালয়ে দিলীপ মাইতে নতুন উপাচার্য। তবে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে অবসরপ্রাপ্ত আইপিএস সিএম রবীন্দ্রনের নাম নিয়ে আলোচনা শুরু হয়েছে। শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত নয়, এমন কাউকে কেন এই পদে নিয়োগ করা হল, সেই প্রশ্ন উঠেছে।