shono
Advertisement
RG Kar Corruption Case

সন্দীপ ঘোষ-সহ ৫ অভিযুক্তকে হাজিরার নির্দেশ, ৩০ জুনই RG কর দুর্নীতি মামলায় চার্জগঠনের সম্ভাবনা

১ সেপ্টেম্বরের মধ্যে দ্বিতীয় পর্যায়ের তদন্ত শেষ করার নির্দেশ আলিপুর আদালতের।
Published By: Tiyasha SarkarPosted: 04:30 PM Jun 18, 2025Updated: 04:52 PM Jun 18, 2025

অর্ণব আইচ: চলতি মাসের ৩০ তারিখ আর জি কর দুর্নীতি মামলায় চার্জগঠনের সম্ভাবনা। সূত্রের খবর, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, হাউস স্টাফ আশিস পাণ্ডে, দুই ঠিকাদার তথা ব‍্যবসায়ী সুমন হাজরা ও বিপ্লব সিংহ ও আবসর আলির বিরুদ্ধে চার্জগঠন হবে। শোনা যাচ্ছে, আগামী ৩০ জুন সন্দীপ-সহ পাঁচ অভিযুক্তকেই আলিপুরের বিশেষ আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

Advertisement

আর জি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় গত আগস্টে উত্তাল হয়ে ওঠে গোটা বাংলা। সেই সময়ই প্রকাশ্যে আসে আর জি করের আর্থিক দুর্নীতির বিষয়টা। তদন্তের পর সেই সামলায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ-সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। যদিও বর্তমানে তাঁরা জামিনে মুক্ত। দ্বিতীয় দফার তদন্ত এখনও জারি। অভিযুক্তদের আইনজীবী আদালতে 'তদন্ত চলছে' এই শব্দ নিয়ে প্রশ্ন তোলেন। তাঁর বক্তব্য ছিল, তদন্ত চলছে, এদিকে বিচারপ্রক্রিয়া শুরু করার কথা বলা হচ্ছে কীভাবে?

অভিযুক্তদের আইনজীবী প্রশ্ন তোলেন, তদন্ত শেষ না হলে কি ভাবে চার্জগঠন হবে? দুপক্ষের সওয়াল জবাবের পর আদালত ১ লা সেপ্টেম্বরের মধ্যে দ্বিতীয় পর্যায়ের তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে। এদিকে ৩০ জুন অভিযুক্তদের আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। ওই দিনই চার্জগঠনের সম্ভাবনা রয়েছে বলে খবর।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • চলতি মাসের ৩০ তারিখ আর জি কর দুর্নীতি মামলায় চার্জগঠনের সম্ভাবনা।
  • সূত্রের খবর, নাম প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, হাউস স্টাফ আশিস পাণ্ডে, দুই ঠিকাদার তথা ব‍্যবসায়ী সুমন হাজরা ও বিপ্লব সিংহ ও আবসর আলির বিরুদ্ধে চার্জগঠন হবে।
  • শোনা যাচ্ছে, আগামী ৩০ জুন সন্দীপ-সহ পাঁচ অভিযুক্তকেই আলিপুরের বিশেষ আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
Advertisement