স্টাফ রিপোর্টার: রেমো ফার্নান্ডেজের গানে এবার সুরভিত হবে আলো ঝলমলে পার্ক স্ট্রিটের বড়দিন উৎসব। সঙ্গী হবে বড়দিনের অ্যাংলো ইন্ডিয়ান খানাপিনা ও হরেক সাংস্কৃতিক অনুষ্ঠান। অ্যালেন পার্কে ১৯ ডিসেম্বর শুরু ক্রিসমাস কার্নিভাল। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উৎসব চলবে ৩০ ডিসেম্বর পর্যন্ত। মঙ্গলবার পার্ক হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালেন রাজ্যের তথ্য সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন। সঙ্গে ছিলেন রাজ্যের স্বরাষ্ট্র দপ্তর ও পর্যটন দপ্তরের ভারপ্রাপ্ত সচিব নন্দিনী চক্রবর্তী।
মন্ত্রী জানান, ''ধর্ম যার যার উৎসব সবার। মুখ্যমন্ত্রীর এই দর্শনকে সামনে রেখেই অ্যালেন পার্ক-সহ রাজ্য জুড়ে বড়দিন পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই উৎসবে ডুব দিতে প্রতি বছর বহু বিদেশি আসেন পার্ক স্ট্রিট, বো ব্যারাকে। সংখ্যাটা এবার আশা করি বাড়বে।'' এর পরই গায়ক মন্ত্রী জানিয়ে দেন, ''এ বছর অ্যালেন পার্কের উৎসবের অন্যতম আকর্ষণ ২০ ডিসেম্বর শিল্পী রেমো ফার্নান্ডেজের গান। ''
২০১১ সাল থেকে মুখ্যমন্ত্রীর উদ্যোগে অ্যালেন পার্কে খ্রিস্টান সম্প্রদায়কে সঙ্গে নিয়ে বড়দিনের উৎসব পালন করছে রাজ্য সরকার। এ বছর চোদ্দোতম বর্ষ। সহযোগিতায় কলকাতা পুরসভা, কলকাতা পুলিশ, রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তর এবং এপিজে সুরেন্দ্র গ্রুপ। উৎসব উপলক্ষে পার্ক স্ট্রিট, অ্যালেন পার্ক, সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ এবং সংলগ্ন এলাকা ১৯ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত আলোকমালায় সাজিয়ে তোলা হবে। সাজিয়ে তোলা হবে বো ব্যারাক। ১৯-২৩ ডিসেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করবে খ্রিস্টান সম্প্রদায়। ২৪ এবং ২৫ ডিসেম্বর অ্যালেন পার্ক বন্ধ থাকবে। ২৬ ডিসেম্বর কলকাতা পুলিশ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে। ২৭-৩০ ডিসেম্বর সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি পরিচালনা করবে তথ্য সংস্কৃতি ও পর্যটন দপ্তর।
ইন্দ্রনীল জানালেন, ‘‘বড়দিন উদযাপনে পার্ক স্ট্রিটের পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, আসানসোল, শিলিগুড়ি, জলপাইগুড়ি, চন্দননগর, ব্যান্ডেল, কৃষ্ণনগর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বারুইপুর, আলিপুরদুয়ার, হাওড়া এবং বিধাননগরের চার্চগুলি সাজিয়ে তোলা হবে।’’ বিদেশিরা এই সময় পার্ক স্ট্রিট, বো ব্যারাককে কেন্দ্র করে শহর পরিক্রমা করে। এই কথা মাথায় রেখে পর্যটন দপ্তর বিশেষ দোতলা বাস, জলযানের ব্যবস্থা রেখেছে। উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে দূতাবাসগুলিকেও।