shono
Advertisement
CM Mamata Banerjee

সরকারি পরিষেবা এবার আরও তৃণমূল স্তরে, ছাব্বিশের আগে নয়া প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর

কবে থেকে কতদিন কীভাবে মিলবে পরিষেবা, বিস্তারিত জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Published By: Sucheta SenguptaPosted: 04:58 PM Jul 22, 2025Updated: 05:30 PM Jul 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একুশে জুলাই ধর্মতলার সমাবেশ থেকে দলীয় স্তরে নির্বাচনী সুর বেঁধে দিয়েছিলেন। আর পরেরদিন অর্থাৎ মঙ্গলবার নবান্নে বসে ছাব্বিশের নির্বাচনের আগে নতুন সরকারি প্রকল্প ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।  সরকারি পরিষেবা আরও তৃণমূল ও প্রান্তিক স্তরে পৌঁছে দিতে নতুন প্রকল্পে চালু হচ্ছে, তার নাম 'আমার পাড়া, আমার সমাধান।' এদিন সাংবাদিক বৈঠক করে এই প্রকল্পে কীভাবে, কবে, কতদিন, কোথায় সরকারি পরিষেবা পাওয়া যাবে, বিস্তারিত জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

মুখ্যমন্ত্রীর কথায়, ''ছোট ছোট কাজের জন্য আমাদের নতুন প্রকল্প - আমাদের পাড়া, আমাদের সমাধান। মানুষের প্রকল্প নিয়ে সরকার এবার পথে নামছে। এটা ছোট্ট প্রোগ্রাম। কিন্তু পরে বিস্তৃত হবে। সারা দেশে এধরনের উদ্যোগ এই প্রথম। মানুষ নিজেদের বুথ, নিজেদের গ্রামের সমস্যার সমাধান পাবে।'' তিনি আরও জানান, ''তিনটি করে বুথ নিয়ে একটা কেন্দ্র হবে। রাজ্যে মোট ৮০ হাজার বুথ আছে। প্রত্যেক কেন্দ্রে সপ্তাহে একদিন করে ক্যাম্প হবে। আগামী ২ আগস্ট থেকে শুরু হবে। কাজটা শেষ করতে ২ মাস সময় লাগবে। ক্যাম্পগুলিতে সারাদিন থাকবেন সরকারি অফিসাররা। বুথে মানুষজন এসে গ্রামের সমস্যার কথা জানাবেন। তাঁদের সঙ্গে আলোচনা করে অফিসাররা ঠিক করবেন, কতটুকু কাজ করা যাবে। স্বচ্ছতা বজায় রেখে, অনলাইন পোর্টালে কাজ হবে।'' 

এই প্রকল্প বাস্তবায়নে অর্থ বরাদ্দের কথাও জানালেন মুখ্যমন্ত্রী। বললেন, প্রতি বুথের জন্য ১০ লক্ষ টাকা করে বরাদ্দ। সবমিলিয়ে ৮ হাজার কোটি টাকার বেশি খরচ হবে। এই কাজের জন্য রাজ্যস্তরে মু্খ্যসচিবের নেতৃত্বে তৈরি  হবে টাস্ক ফোর্স। জেলাস্তরেও এই টাস্ক ফোর্স তৈরি হবে। ২ মাস ধরে কাজের মাঝে পুজোয় ১৫ দিন ছুটি থাকবে। বদলে পরবর্তী অন্যদিনগুলিতে কাজ হবে।

 মুখ্যমন্ত্রীর কথায়, ''পরিষেবা একেবারে তৃণমূল স্তরে পৌঁছে দিতে হবে। মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে যাবে সরকারি আধিকারিকরা। যেমন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ স্তরে কাজ চলছে, সেরকম চলবে। এছাড়াও অনেক ছোটখাটো সমস্যা থাকে, যা এসব পরিষেবার মধ্যে পড়ে না। আপনার গ্রামের নির্দিষ্ট কোনও কাজ দরকার হলে, যেমন আইসিডিএস সেন্টারের পাঁচিল বা ছাদ অথবা ঘর তৈরি হবে। সেই কাজটা এই 'আমার পাড়া, আমার সমাধান' প্রকল্পের মাধ্যমে হতে পারে। ছোট স্তরে কাজগুলো হবে।'' নতুন এই প্রকল্প ঘোষণা থেকেই স্পষ্ট, ছাব্বিশে ফের তৃণমূল সরকার গড়ার লক্ষ্যে এখন থেকে সরকারি তরফে জনসংযোগে জোর দিতে চাইছেন মুখ্যমন্ত্রী।  প্রতিবার নির্বাচনের আগে কোনও না কোনও জনকল্যাণমূলক প্রকল্প ঘোষণা করে থাকেন মুখ্যমন্ত্রী। কখনও 'দিদিকে বলো', কখনও 'দুয়ারে সরকার', কখনও 'লক্ষ্মীর ভাণ্ডার'। এবারও তাঁর ঘোষণা 'আমার পাড়া, আমার সমাধান'। অর্থাৎ জনতার কাজের মাধ্যমেই জনসমর্থন আদায় করতে চান জননেত্রী মমতা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ছাব্বিশের ভোটের আগে নয়া সরকারি প্রকল্প ঘোষণা মুখ্যমন্ত্রীর।
  • 'আমার পাড়া, আমার সমাধান' নামে বুথস্তরে পরিষেবামূলক প্রকল্প।
  • নবান্ন থেকে তার খুঁটিনাটি জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Advertisement