shono
Advertisement
CM Mamata Banerjee

তালিকায় একগুচ্ছ কর্মসূচি, আগামী সপ্তাহে ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

দার্জিলিংয়ে জিটিএ-সহ একাধিক উন্নয়ন বোর্ডের সঙ্গে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Published By: Sucheta SenguptaPosted: 04:45 PM Nov 09, 2024Updated: 04:53 PM Nov 09, 2024

নব্যেন্দু হাজরা: তালিকায় একগুচ্ছ কর্মসূচি। রাজ্যের ৬ কেন্দ্রে উপনির্বাচনের মাঝে আগামী সপ্তাহে ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, সোমবার রাতে তিনি দার্জিলিংয়ে পৌঁছবেন। চারদিনের কর্মসূচি সেরে ১৪ নভেম্বর কলকাতায় ফেরার কথা মুখ্যমন্ত্রীর। জিটিএ-র সঙ্গে বৈঠক, দার্জিলিংয়ে মেলার সূচনা, বীরসা মুন্ডা দিবস পালন-সহ একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরে এখনও থেকেই প্রস্তুতি তুঙ্গে। খুশি পাহাড়বাসী।

Advertisement

নবান্ন থেকে মুখ্যমন্ত্রীর এই সফর নিয়ে শনিবার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সূচি অনুযায়ী, ১১ তারিখ অর্থাৎ সোমবার রাতে তিনি পৌঁছবেন দার্জিলিংয়ে। পরদিন, ১২ তারিখ বিকেল সাড়ে ৩টে নাগাদ জিটিএ সদস্য এবং পাহাড়ের বিভিন্ন উন্নয়ন পর্ষদের চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পর বুধবার দার্জিলিংয়ের চৌরাস্তায় সরস মেলার উদ্বোধন করার কথা তাঁর। দুদিন দার্জিলিংয়ে থাকার পর কর্মসূচি সেরে ১৪ তারিখ বৃহস্পতিবার শিলিগুড়িতে ফিরবেন মুখ্যমন্ত্রী।

এর পর ১৫ তারিখ, শুক্রবার রাজারহাটের আদিবাসী ভবনে বীরসা মুন্ডার ১৫০ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান। তাতে থাকবেন মুখ্যমন্ত্রী। এবছর সার্ধ শতবর্ষ উপলক্ষে ১৫ থেকে ২১ নভেম্বর, সাতদিন ধরে রাজ্যের প্রত্যেক জেলায় পালিত হবে বীরসা মুন্ডার জন্মদিন। তবে মুখ্যমন্ত্রীর সফরের মাঝে মূলত নজর থাকবে উত্তরবঙ্গে। মুখ্যমন্ত্রী সেখানে থাকাকালীন উত্তরবঙ্গের দুটি বিধানসভা কেন্দ্র - সিতাই ও মাদারিহাটে উপনির্বাচন। এদিকে দক্ষিণবঙ্গেও উপনির্বাচন হবে আর চার কেন্দ্রে। তারই মাঝে জিটিএ এবং পাহাড়ের অন্যান্য উন্নয়ন বোর্ডগুলির সঙ্গে বৈঠকে ঠিক কী কী বিষয় উঠে আসে, সেদিকে নজর পাহাড়বাসীর। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আগামী সপ্তাহে ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী।
  • সোমবার রাতে দার্জিলিং পৌঁছবেন, রয়েছে ২ দিনের টানা কর্মসূচি।
  • দার্জিলিংয়ে জিটিএ-সহ একাধিক উন্নয়ন বোর্ডের সঙ্গে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়।
Advertisement