অর্ণব আইচ: সাইবার অপরাধে কারও টাকা খোয়া গেলে পুলিশের সঙ্গে সঙ্গে ‘ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল’-এ করতে হবে অভিযোগ। এবার থেকে এটি আবশ্যিক করা হয়েছে। এরকমই নির্দেশ জারি করেছে লালবাজার। কেন্দ্রীয় পোর্টালে অভিযোগ করতে যাতে অভিযোগকারীরা সমস্যায় না পড়েন, তার জন্য তাঁদের সাহায্য করবেন পুলিশ আধিকারিকরাও।
লালবাজারের সূত্র জানিয়েছে, অনেক ক্ষেত্রেই দেখা যায়, সাইবার অপরাধের ক্ষেত্রে অভিযোগকারীর টাকা খোয়া গেলেও তিনি সাধারণত টাকা ফেরত পান না। কেন্দ্রীয় এনসিআরপি পোর্টালে আবেদন জানালে সহজে টাকা ফেরত পাওয়া যায়। সেই কারণেই এবার থেকে কলকাতার প্রত্যেকটি থানা ও সাইবার থানাকে নির্দেশ দেওয়া হয়েছে, তাঁরা যেন অভিযোগকারীদের জানিয়ে যেন যে, পুলিশের সঙ্গে সঙ্গে এনসিআরপি পোর্টালে অভিযোগ জানাতে হবে। কলকাতা পুলিশের ওয়েবসাইটেও এনসিআরপি পোর্টালের লিংক থাকবে। তার মাধ্যমেও ওই অভিযোগ জানানো যাবে।
এদিকে, সোশাল মিডিয়ায় বিভিন্ন ধরনের সাইবার অপরাধের ক্ষেত্রে কোনও লিংক অথবা কোনও অশোভনীয় পোস্টের স্ক্রিনশট তুলে রাখতে হবে অভিযোগকারীকে। এর সঙ্গে অভিযোগকারীর পরিচয়পত্রও জমা দিতে হবে পুলিশকে। প্রয়োজনে পরবর্তী সময়ে অভিযোগকারীর সঙ্গে যোগাযোগও রাখতে হবে বলে জানিয়েছে পুলিশ।