shono
Advertisement
Contai Co Operative Election

কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচন বাতিলের দাবি, হাই কোর্টে BJP

কাঁথি সমবায় ব্যাঙ্কের ভোটে বেনিয়মের অভিযোগ মামলাকারীর।
Published By: Sayani SenPosted: 02:05 PM Dec 30, 2024Updated: 05:06 PM Dec 30, 2024

গোবিন্দ রায়: কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচন বাতিলের দাবি। কলকাতা হাই কোর্টের দ্বারস্থ বিজেপি নেতা শঙ্কর বেরা-সহ ৫১ জন বিজেপি সমর্থিত প্রার্থী। নির্বাচনে ব্যাপক ছাপ্পা, সন্ত্রাস এবং রিগিংয়ের অভিযোগে ভোট বাতিলের দাবি জানিয়েছেন মামলাকারীরা।

Advertisement

সোমবার বিচারপতি শম্পা দত্ত পালের এজলাসে যান শঙ্কর বেরা-সহ ৫১ জন বিজেপি সমর্থিত প্রার্থী। মামলাকারীদের দাবি, তৃণমূল নেতা সুপ্রকাশ গিরির প্রত্যক্ষ মদতে কাঁথি সমবায় ব্যাঙ্কের ভোটে সন্ত্রাস হয়েছে। নির্বাচনে ব্যাপক ছাপ্পা, সন্ত্রাস এবং রিগিং হয়েছে বলেই দাবি। তাই নির্বাচন বাতিলের দাবি জানান মামলাকারীরা। বিচারপতির নির্দেশ অনুযায়ী, সিসিটিভি ফুটেজ-সহ সমস্ত নির্বাচনী নথি সংরক্ষণ করতে হবে। তবে রাজ্যের তরফে জানানো হয়েছে, সিসিটিভি ফুটেজ আগেই সংরক্ষণ করা হয়েছে। বিচারপতি জানান, নিয়মিত বেঞ্চেই হবে মামলার পরবর্তী শুনানি।

উল্লেখ্য, পূর্ব ভারতের অন্যতম বড় সমবায় ব্যাঙ্ক হল কাঁথি। সমবায় ব্যাঙ্কের নির্বাচনে মোট আসন সংখ্যা ১০৮টি। যেখানে তৃণমূল, বিজেপি ও অন্য রাজনৈতিক দলের সমর্থনে মোট ৩৮১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ভোটার ৮০ হাজার ৪৮০ জন। এই ব্যাঙ্কের পরিচালন কমিটি হাতে রাখা নিয়ে দীর্ঘদিন ধরেই তৃণমূল ও বিজেপির মধ্যে টানাপোড়েন ছিল। মাঝে তিন বছর নির্বাচন হয়নি। ব্যাঙ্কে পরিচালন কমিটি গঠনের জন্য ভোটের দাবিতে পরবর্তীতে কলকাতা হাই কোর্টে মামলা হয়। উচ্চ আদালত ভোট করার জন্য নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়। এরপরই শুভেন্দু ঘনিষ্ঠ এগরার প্রাক্তন পুরপ্রধান শঙ্কর বেরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। পরবর্তীতে সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট করানোর নির্দেশ দেয় সর্বোচ্চ আদালত। সেই মতো গত ১৫ ডিসেম্বর কাঁথি সমবায় ব্যাঙ্কে ভোটাভুটি হয়। ওই সমবায় সমিতি দখলে রাখতে পারেনি বিজেপি। শুভেন্দুর গড়ে ফোটে ঘাসফুল।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • কাঁথি সমবায় ব্যাঙ্কের নির্বাচন বাতিলের দাবি।
  • কলকাতা হাই কোর্টে বিজেপি।
  • কাঁথি সমবায় ব্যাঙ্কের ভোটে বেনিয়মের অভিযোগ মামলাকারীর।
Advertisement