shono
Advertisement

বদলাচ্ছে পার্টি লাইন? মীনাক্ষীকে মুখ করায় বিতর্ক সিপিএমে

ফ্লেক্স-হোর্ডিংয়ে মীনাক্ষীর ছবি নিয়ে প্রশ্ন উঠছে অন্দরে।
Posted: 03:09 PM Dec 15, 2023Updated: 03:11 PM Dec 15, 2023

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: শারদোৎসবের সময় শুভেচ্ছা থেকে শুরু করে ‘ইনসাফ যাত্রা’র প্রচারের ফ্লেক্স। বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ‌্যায়ের (Minakshi Mukherjee) ছবি ব‌্যবহার করা হচ্ছে ব‌্যানার থেকে ফ্লেক্সে। প্রচারে এভাবে এককভাবে কাউকে মুখ হিসাবে তুলে ধরা সিপিএমের (CPM) মতো ক‌্যাডারভিত্তিক পার্টিতে কি ঠিক হচ্ছে? এটাই কি পার্টি লাইন? মীনাক্ষীকে প্রচারের মুখ হিসাবে ব‌্যবহার করা নিয়ে এরকম একাধিক প্রশ্ন উঠেছে সিপিএমের মধ্যে। বিষয়টি নিয়ে দলের মধ্যে মতানৈক্য শুরু হয়েছে।

Advertisement

বঙ্গ সিপিএমের কট্টরপন্থীদের কথায়, এককভাবে কাউকে মুখ হিসাবে তুলে ধরে তার ছবিই সর্বত্র ব‌্যবহার করার উদাহরণ সিপিএমে নেই। ব‌্যক্তি প্রচারে বিশ্বাস করে না পার্টি। অন‌্যদিকে, তরুণ প্রজন্মের মতে, মীনাক্ষীকে মুখ হিসাবে তুলে ধরার মধ্যে কোনও অসুবিধা নেই। পার্টি কর্মীদের মধ্যেও মীনাক্ষীর যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। ডিওয়াইএফআইয়ের (DYFI) ইনসাফ যাত্রা শুরু হয়েছে। কোচবিহার থেকে শুরু হওয়া সিপিএম যুবদের এই পদযাত্রা কলকাতায় শেষ হওয়ার পর ৭ জানুয়ারি ডাক দেওয়া হয়েছে ব্রিগেড সমাবেশের। এই ইনসাফ যাত্রার প্রচারে মীনাক্ষী মুখোপাধ‌্যায়ের ছবি দিয়ে প্রচার চলছে। জেলায় জেলায় পার্টি নেতা-কর্মীরা তাঁকেই কখনও পুষ্পস্তবক, কখনও মালা পরিয়ে অভিনন্দন জানাচ্ছেন।

[আরও পড়ুন: যৌন হেনস্তার শিকার খোদ বিচারক! সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে স্বেচ্ছামৃত্যুর আর্জি

এর আগে দুর্গাপুজোর সময়ও বিভিন্ন জায়গায় শারদোৎসবের শুভেচ্ছা জানিয়ে মীনাক্ষীর ছবি দেওয়া ফ্লেক্সও পড়েছিল। এ প্রসঙ্গে সংবাদ মাধ‌্যমে সিপিএম রাজ‌্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, ‘‘যুবর রাজ‌্য সম্পাদক করার সময় থেকেই মীনাক্ষীকে সামনে আনা হচ্ছে। তবে শুধু মীনাক্ষীকেই নয়, তরুণ প্রজন্মকেই আমরা সামনে তুলে আনছি।’’ কাউকে পার্টিতে মুখ হিসাবে তুলে ধরে প্রচার সিপিএমের সাংগঠনিক কাঠামোয় নেই বলেই দাবি দলের একাংশের। সেক্ষেত্রে অবশ‌্য সেলিমের যুক্তি, মানুষ যদি কাউকে মুখ হিসাবে বেছে নেয়, বা চায় তাহলে কার কী করার আছে।

[আরও পড়ুন: বিয়ের প্রস্তাবে ‘না’ বলায় হেনস্তা! দলেরই নেতার বিরুদ্ধে বিস্ফোরক TMC কাউন্সিলর]

সূত্রের খবর, সিপিএম মানেই ধারণা হয়ে গিয়েছিল বৃদ্ধদের পার্টি। বয়স বাড়লেও একই পদে দিনের পর দিন থেকে যাচ্ছেন নেতারা। গত বছর রাজ‌্য সম্মেলনে এই বৃদ্ধতন্ত্র থেকে বেরোতে চেয়েছে বঙ্গ সিপিএম। মীনাক্ষী-সহ একঝাঁক তরুণ নেতৃত্বকে সামনে আনা হয়েছে। সিপিএমের এক রাজ‌্য নেতার কথায়, এখন ছবি দিয়ে প্রচার করা একটা ট্রেন্ড। কিন্তু সেখানেও প্রশ্ন, তা হলে শুধু মীনাক্ষীর ছবি দেওয়া ফ্লেক্স বা হোর্ডিংই ব‌্যবহার করা হচ্ছে কেন? বাকি ছাত্র বা যুবনেতারা নয় কেন? এর অবশ‌্য সঠিক উত্তর দিতে পারেননি ওই নেতা। তা হলে কি বঙ্গ সিপিএম এবার লাইন বদলাচ্ছে?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement