shono
Advertisement
Cossipore Gun and Shell Factory

৭৯তম স্বাধীনতা দিবসে 'সেরা ইউনিট' পুরস্কার প্রাপ্তি কাশীপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরির

ফ্যাক্টরির অসামান্য সাফল্যকে স্বীকৃতি জানানো হয় এই পুরস্কারের মাধ্যমে।
Published By: Buddhadeb HalderPosted: 07:52 PM Aug 15, 2025Updated: 10:53 PM Aug 15, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করল দেশের সব থেকে পুরনো অস্ত্র কারখানা কাশীপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরি। অনুষ্ঠানটি শুরু হয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। পতাকা উত্তোলন করেন শ্রী সুবীর কুমার সাহা, আইওএফএস, মুখ্য মহাপ্রবন্ধক। এর পর জাতীয় সঙ্গীত পরিবেশন ও ডিফেন্স সিকিউরিটি কর্পস কর্তৃক গার্ড অব অনার প্রদান করা হয়।

Advertisement

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুখ্য মহাপ্রবন্ধক। জাতীয় সেবা ও স্বার্থে নিজেদের অটল প্রতিশ্রুতির কথা তুলে ধরেন তিনি। স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সকল কর্মচারীকে ঐক্য, সততা ও শৃঙ্খলার মূল্যবোধ অটুট রাখার আহ্বান জানান।

২০২৪ সালের জন্য গান অ্যান্ড শেল ফ্যাক্টরি-কে “সেরা ইউনিট” হিসেবে মনোনীত করেছে অ্যাডভান্সড উইপনস অ্যান্ড ইকুইপমেন্ট ইন্ডিয়া লিমিটেড (AWEIL)। উৎপাদন দক্ষতা, গুণমান নিশ্চিতকরণ, সময়মতো সরবরাহ, উদ্ভাবন এবং কর্মী সম্পৃক্ততার ক্ষেত্রে গান এন্ড শেল ফ্যাক্টরির অসামান্য সাফল্যকে স্বীকৃতি জানানো হয় এই পুরস্কারের মাধ্যমে।

এদিন গান এন্ড শেল ফ্যাক্টরি পরিবারের পক্ষ থেকে শ্রী শান্তনু সাহা (আইওএফএস, মহাপ্রবন্ধক) AWEIL-এর সদর দপ্তর কানপুরে আয়োজিত অনুষ্ঠানে AWEIL-এর সি.এম.ডি. শ্রী উমেশ সিং, আইওএফএস-এর হাত থেকে 'সেরা ইউনিট' পুরস্কার গ্রহণ করেন। এছাড়াও শ্রী সুবীর কুমার সাহা (আইওএফএস, মুখ্য মহাপ্রবন্ধক) গান এন্ড শেল ফ্যাক্টরির কর্মীদের মধ্যে হাতঘড়ি ও নগদ পুরস্কার বিতরণ করেন।

এছাড়াও ১২ থেকে ১৫ আগস্ট ২০২৫ তারিখ পর্যন্ত “হর ঘর তিরঙ্গা” অভিযানে গান এন্ড শেল ফ্যাক্টরির সকল কর্মচারী সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। এই উপলক্ষে প্রভাত ফেরি, তিরঙ্গা র‍্যালি এবং তিরঙ্গা প্রদর্শনীর মতো নানা অনুষ্ঠানও আয়োজন করা হয়।

মুখ্য মহাপ্রবন্ধক গান এন্ড শেল ফ্যাক্টরির সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিককে এই গুরুত্বপূর্ণ সাফল্যের জন্য অভিনন্দন জানান। তিনি এই “সেরা ইউনিট” পুরস্কারটিকে সমগ্র GSF পরিবারের সম্মিলিত প্রচেষ্টার ফসল হিসেবে উৎসর্গ করেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভারতের ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করল দেশের সব থেকে পুরনো অস্ত্র কারখানা কাশীপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরি।
  • ২০২৪ সালের জন্য গান অ্যান্ড শেল ফ্যাক্টরি-কে “সেরা ইউনিট” হিসেবে মনোনীত করেছে অ্যাডভান্সড উইপনস অ্যান্ড ইকুইপমেন্ট ইন্ডিয়া লিমিটেড (AWEIL)।
  • মুখ্য মহাপ্রবন্ধক গান এন্ড শেল ফ্যাক্টরির সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিককে এই গুরুত্বপূর্ণ সাফল্যের জন্য অভিনন্দন জানান।
Advertisement