সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবারই অকশনে দল গুছিয়ে নেবে ফ্র্যাঞ্চাইজিগুলো। মিনি নিলামের আগেই জানা গেল আসন্ন আইপিএলের দিনক্ষণ। আগামী বছর ভারতের মাটিতে টি-২০ বিশ্বকাপ। মেগা টুর্নামেন্ট শেষ হওয়ার পরপরই শুরু হয়ে যেতে পারে আইপিএল। কিন্তু গতবারের পদপিষ্ট কাণ্ডের পর চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি খেলবে কিনা, সেই নিয়ে ধোঁয়াশা রয়েছে।
মঙ্গলবার আবু ধাবিতে বসছে মিনি নিলামের আসর। সেখানে অধিকাংশ দলই সেখানে নিজেদের ফাঁকফোকরগুলো মেরামত করার চেষ্টায় থাকবে। কিন্তু কেকেআর এবং সিএসকে-এই দুই দল কার্যত ঢেলে সাজাতে চাইবে নিজেদের স্কোয়াডকে। গতবছর মুখ থুবড়ে পড়েছিল দুই দলই। নিলামে নজর কাড়তে পারেন ক্যামেরন গ্রিন। অজি অলরাউন্ডার আকাশছোঁয়া দর পাবেন বলেই মনে করছে ক্রিকেটমহল।
কিন্তু নতুনভাবে তৈরি হওয়া দল মাঠে নামবে কবে? সূত্রের খবর, টি-২০ বিশ্বকাপ শেষ হওয়ার কয়েকদিন পরেই শুরু হয়ে যাবে আইপিএল। ৮ মার্চ বিশ্বকাপের ফাইনাল। তার ১৮ দিন পর থেকে শুরু হতে পারে আইপিএলের ১৯তম সংস্করণ। প্রথামতোই উদ্বোধনী ম্যাচে খেলবে গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফাইনাল হবে ৩১ মে। বিস্তারিত সূচি অবশ্য এখনও চূড়ান্ত হয়নি। জানা যায়নি প্লে অফ এবং ফাইনালের ভেন্যুও।
সাধারণত গতবারের আইপিএল চ্যাম্পিয়নরা নিজের ঘরের মাঠেই উদ্বোধনী ম্যাচ খেলে। কিন্তু চিন্নাস্বামীতে আদৌ আরসিবি খেলবে কিনা, সেই নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। দিনকয়েক আগে শোনা গিয়েছিল, কর্নাটক মন্ত্রিসভায় বিচারপতি ডি’কুনহা কমিশনের সুপারিশে শর্তসাপেক্ষে চিন্নাস্বামী স্টেডিয়াম পুনর্ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু শর্তগুলি বেশ জটিল। এই শর্ত পূরণ না হলে চিন্নাস্বামীতে আইপিএল ম্যাচ হওয়া সম্ভব নয়। অর্থাৎ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসাবে বিরাট কোহলিরা আদৌ 'ঘরে' ফিরতে পারবেন কিনা, ধোঁয়াশা অব্যাহত।
