shono
Advertisement
Mamata Banerjee

বিশ্বের অন্যতম বৃহৎ সমাবেশ 'বিশ্ব ইজতেমা' হুগলিতে, সব ব্যবস্থার নির্দেশ মুখ্যমন্ত্রীর

এদিন নবান্নে বৈঠক করেন মুখ্যমন্ত্রী।
Published By: Suhrid DasPosted: 06:56 PM Dec 15, 2025Updated: 08:29 PM Dec 15, 2025

মলয় কুণ্ডু: বিশ্বের অন্যতম বৃহৎ ও শান্তিপূর্ণ ধর্মীয় সমাবেশ 'বিশ্ব ইজতেমা'র আয়োজন করা হয়েছে। আগামী বছরের শুরুতেই হুগলিতে এই সমাবেশ হবে। এই সমাবেশ যাতে সুষ্ঠুভাবে হয়, কোনও অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেজন্য কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ, সোমবার নবান্নে ইমামদের সঙ্গে মুখ্যমন্ত্রী একাধিক বিষয় নিয়ে বৈঠক করেছিলেন। সেখানেই এই সমাবেশের বিষয় নিয়ে নির্দেশ দিয়েছেন।

Advertisement

আগামী ২ জানুয়ারি থেকে হুগলিতে এই ধর্মীয় সমাবেশ শুরু হবে। ৫ তারিখ পর্যন্ত এই সমাবেশ চলবে। বিশ্বের বিভিন্ন দেশ, অংশ থেকে মানুষজন ওই ধর্মীয় সমাবেশে অংশ নেবেন বলে ইমামদের তরফে জানানো হয়েছে। চারদিনের ওই ধর্মীয় সমাবেশে প্রায় ১৮ থেকে ২০ লক্ষ মানুষ উপস্থিত হবেন বলে মনে করা হচ্ছে। হুগলির পোলবার দাদপুর এলাকায় ওই সমাবেশ হবে। সেই কর্মকাণ্ডের প্রস্তুতিও চলছে পুরোদমে।

আজ মুখ্যমন্ত্রী ইমামদের সঙ্গে নবান্নে বৈঠক করেছিলেন। ইমাম সংগঠনের নেতারা ছাড়াও ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, সিদ্দিকুল্লাহ চৌধুরী-সহ অন্যান্যরা। ওই সমাবেশ যাতে সুষ্ঠুভাবে হয়, সেই বিষয়ে হুগলি জেলাশাসক ও প্রশাসনকে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। লক্ষ লক্ষ মানুষ এই সমাবেশ হাজির হবেন। তাঁদের থাকা, খাওয়ায় যাতে কোনওরকম সমস্যা না হয়, যোগাযোগ ব্যবস্থাও যাতে ঠিক থাকে, সেই নির্দেশ মুখ্যমন্ত্রী দিয়েছেন। এই সমাবেশ চলাকালীন কোনও অশান্তির আবহও যাতে না তৈরি হয়, সেদিকেও কড়া নজর রাখতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন তিনি।

পশ্চিমবঙ্গ বরাবরই সর্বধর্ম সমন্বয়ের বার্তা দেন। বিভিন্ন উৎসব, অনুষ্ঠানে গিয়ে মুখ্যমন্ত্রী সকল ধর্মের প্রতি সম্মান, উদারতার বার্তা দেন। সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে চলার কথা বলেন তিনি। দিঘায় জগ্ননাথ মন্দির তৈরি হয়েছে। মহাকাল মন্দিরেও গিয়েছেন মুখ্যমন্ত্রী। এবার 'বিশ্ব ইজতেমা'ও যাতে সুষ্ঠুভাবে হয়, সেই নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিশ্বের অন্যতম বৃহৎ ও শান্তিপূর্ণ ধর্মীয় সমাবেশ 'বিশ্ব ইজতেমা'র আয়োজন করা হয়েছে।
  • আগামী বছরের শুরুতেই হুগলিতে এই সমাবেশ হবে।
  • এই সমাবেশ যাতে সুষ্ঠুভাবে হয়, কোনও অপ্রীতিকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, সেজন্য কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Advertisement