shono
Advertisement
Pension

এবার সরকারি কলেজের শিক্ষাকর্মীদের দিব্যাঙ্গ সন্তানরাও পাবে পেনশন, বড় ঘোষণা রাজ্যের

খুশি কলেজের অধ্যাপক-শিক্ষাকর্মীরা।
Published By: Tiyasha SarkarPosted: 05:32 PM Dec 15, 2025Updated: 05:32 PM Dec 15, 2025

নব্যেন্দু হাজরা: রাজ্য সরকার পোষিত কলেজের অধ্যাপক ও শিক্ষাকর্মীদের জন্য বড় ঘোষণা। বাড়ল ফ্যামিলি পেনশনের পরিধি। এবার কলেজের কর্মীদের দিব্যাঙ্গ সন্তানরাও আজীবন পাবেন পেনশন। রাজ্যের এই সিদ্ধান্তে খুশি কলেজের অধ্যাপক-শিক্ষাকর্মীরা।

Advertisement

রাজ্য সরকার পোষিত কলেজের অধ্যাপক-শিক্ষাকর্মীরা অবসরের পর পেনশন পান। একটা সময় পর্যন্ত যিনি চাকরি করতেন তাঁর অবর্তমানে স্ত্রী পেনশন পেতেন। পরবর্তীতে সেই নিয়মে বদল আনে রাজ্য। গত বছর রাজ্যের তরফে ঘোষণা করা হয়, ফ্যামিলি পেনশনে আওতায় আনা হচ্ছে চাকুরিরতের অবিবাহিত, বিধবা অথবা ডিভোর্সি মেয়েকে। সেক্ষেত্রে বয়সসীমা ২৫ বছর। এবার পেনশনের পরিধি আরও বাড়াল রাজ্য। গত ৮ ডিসেম্বর উচ্চ শিক্ষা দপ্তরের তরফে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে,  ছেলে বা মেয়ে যাই হোক না কেন সন্তান যদি বিশেষক্ষমতা সম্পন্ন অর্থাৎ ২৫ বছরের পরও উপার্জনক্ষম না হয় তাঁরাও পাবে বাবা অথবা মায়ের পেনশন। 

প্রসঙ্গত,  রাজ্য সরকারি কর্মীদের পেনশনের পরিমাণ নির্ভর করে বেতন ও চাকরির বয়সের উপর। তবে পেনশনের সুবিধা পাওয়ার জন্য  চাকরির বয়স ১০ বছরের বেশি হওয়া আবশ্যক। অন্যথায় কর্মীরা পেনশনের আওতায় আসেন না। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • রাজ্য সরকার পোষিত কলেজের অধ্যাপক ও শিক্ষাকর্মীদের জন্য বড় ঘোষণা। বাড়ল ফ্যামিলি পেনশনের পরিধি।
  • এবার কলেজের কর্মীদের দিব্যাঙ্গ সন্তানরাও আজীবন পাবেন পেনশন।
  • রাজ্যের এই সিদ্ধান্তে খুশি রাজ্য সরকার পোষিত কলেজের শিক্ষাকর্মীরা।
Advertisement