shono
Advertisement
Calcutta High Court

হাইকোর্টে জরুরি শুনানি, জেইই মেইন পরীক্ষা থাকায় শনিবার মালদহ কলেজ মাঠে বাতিল সিপিএমের সভা

কর্মসূচি নিয়ে জেলা প্রশাসনের অনুমতি না মেলায় মামলা দায়ের হয়েছিল কলকাতা হাই কোর্টে।
Published By: Kousik SinhaPosted: 11:50 PM Jan 23, 2026Updated: 11:50 PM Jan 23, 2026

জেইই মেইন পরীক্ষা থাকায় শনিবার মালদহ কলেজ মাঠে আপাতত সিপিএমের সভা-সমাবেশ হচ্ছে না। কর্মসূচি নিয়ে জেলা প্রশাসনের অনুমতি না মেলায় মামলা দায়ের হয়েছিল কলকাতা হাই কোর্টে। বৃহস্পতিবার বিচারপতি কৃষ্ণা রাও সিপিএমকে মালদা কলেজ মাঠে কর্মসূচির অনুমতি দিয়েছিলেন। কিন্তু সেখানে পরীক্ষা চলছে সে বিষয়ে জানত না আদালত। কারণ মামলায় কলেজ পক্ষভুক্ত ছিল না।

Advertisement

শনিবার সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে জরুরি ভিত্তিতে শুনানি হয় বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে। সেখানেই কলেজের আপত্তিতে কর্মসূচি বাতিল করল সিপিএম। 

আদালতে রাজ্যের তরফে আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় ও দেবলীনা ঘোষ বিকল্প দুটি জায়গায় সভার প্রস্তাব দেন। একটিতে সম্প্রতি প্রধানমন্ত্রী এবং অপরটিতে তৃণমূলের সভা হয়েছে। রাজ্য জানায়, মালদার খেলার মাঠে ক্রিকেট টুর্নামেন্ট রয়েছে, আবার মালদা কলেজে রয়েছে জেইই পরীক্ষা। তাই বিকল্প জায়গা ছাড়া অনুমতি দেওয়া সম্ভব নয়।

ফাইল ছবি

কিন্তু আপাতত কর্মসূচি স্থগিতের কথা জানান সিপিএমের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ফলে আগামিকাল শনিবার হচ্ছে না সিপিএমের সভা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement