shono
Advertisement
CPIM

তরুণদের মধ্যে কমছে বামপন্থীদের আবেদন! ছাব্বিশের আগে দলীয় রিপোর্টে চিন্তায় সিপিএম

ঘুরে দাঁড়ানোর জায়গা কই? খুঁজে পাচ্ছেন না কমরেডরা।
Published By: Subhajit MandalPosted: 05:37 PM Apr 09, 2025Updated: 05:37 PM Apr 09, 2025

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: পার্টি কংগ্রেস শেষ। ছাব্বিশের নির্বাচনের প্রস্তুতিতে নামার পাশাপাশি শূন্য থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া বঙ্গ সিপিএম। কিন্তু পার্টির অভ্যন্তরীণ রিপোর্ট ভাবাচ্ছে আলিমুদ্দিনকে। দলের অভ্যন্তরীণ রিপোর্টে উল্লেখ করা হয়েছে, তরুণদের মধ্যে পার্টি ও বামপন্থীদের আবেদন কমছে। বলা হয়েছে, তরুণদের সঙ্গে সম্পর্কিত এবং তাদের চিন্তা ও আকাঙ্ক্ষাকে প্রতিফলিত করে এমন কোন বিষয় তুলে ধরা যায়, তাদের কাছে উপস্থিত করা যায় তা নিয়ে পার্টিকে বিবেচনা করতে হবে। পার্টির সাধারণ রাজনৈতিক ও গণতান্ত্রিক দাবির মধ্যে তরুণদের জন্য উপাদানকে যুক্ত করতে হবে।

Advertisement

পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় পার্টির দুর্বলতার কথা মেনে নিয়ে রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় দলের হস্তক্ষেপের মাত্রা কম হওয়াও একটা বাধা এক্ষেত্রে। কারণ, তরুণদের কাছে তথ্য সংগ্রহ ও মতপ্রকাশের জন্য সোশ্যাল মিডিয়া প্রধান মাধ্যম হিসাবে ব্যবহৃত হচ্ছে। তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যুব-ছাত্রদের আকর্ষণ করতে পারে এবং তাদের সমস্যা ও আকাঙ্ক্ষার কথা তুলে ধরতে পারে এমন রাজনৈতিক ও নির্দিষ্ট নীতিগত অবস্থান তৈরি করতে হবে।

পার্টি সূত্রে খবর, ৩১ বছরের কম বয়সি তরুণ সদস্য সংগ্রহের ক্ষেত্রেও চরমে দৈন্য। ৩১ বছরের কম বয়স এমন তরুণদের দলে যুক্ত করার ক্ষেত্রে ত্রুটি রয়েছে। প্রশ্ন উঠতে পারে, সোশাল মিডিয়ায় তো এখনও বহু তরুণ বামেদের হয়ে গলা ফাটান? কিন্তু বাস্তব অবস্থা বলছে, ওই গলা ফাটানোরা মূলত প্রচারের আলোয় থাকার জন্য। সংগঠনের কাজ করার মতো তরুণের অভাব চূড়ান্ত। আবার প্রায় সব তরুণ প্রজন্মের প্রার্থীরই জমানত জব্দ হয়েছে গত লোকসভা ভোটে। দলের পরিচিত মুখ সেই তরুণ নেতৃত্ব সাধারণ তরুণদের কোনও আস্থা অর্জন করতে পারেননি।

'বৃদ্ধতন্ত্র' হঠিয়ে এরিয়া থেকে জেলা এবং রাজ্য কমিটিতেও তরুণ সংখ্যা বাড়ানো হয়েছে। তরুণ মুখ এনে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করছে বঙ্গ সিপিএম। কিন্তু তারপরও পার্টির রোগমুক্তি হচ্ছে না। ফিরছে না হারিয়ে যাওয়া ভোটও। যোগ্য তরুণ নেতৃত্ব এলাকায় এলাকায় উঠে আসছে না। সেভাবে আকৃষ্টই হচ্ছে না পার্টির প্রতি। ছাব্বিশের ভোটের আগে এটা সবচেয়ে বেশি ভাবাচ্ছে আলিমুদ্দিনকে। আগামীদিনে বঙ্গ সিপিএমের মুখ হিসাবে তুলে ধরার লক্ষ্যেই তরুণ প্রজন্মের নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে দলের কেন্দ্রীয় কমিটিতে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু তাতে কতটা কাজ হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ, তরুণ ভোট ফেরাতে মীনাক্ষীকে সামনে রেখেও এখনও কোনও ফল পায়নি সিপিএম।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ছাব্বিশের নির্বাচনের প্রস্তুতিতে নামার পাশাপাশি শূন্য থেকে ঘুরে দাঁড়াতে মরিয়া বঙ্গ সিপিএম।
  • পার্টির অভ্যন্তরীণ রিপোর্ট ভাবাচ্ছে আলিমুদ্দিনকে।
  • দলের অভ্যন্তরীণ রিপোর্টে উল্লেখ করা হয়েছে, তরুণদের মধ্যে পার্টি ও বামপন্থীদের আবেদন কমছে।
Advertisement