shono
Advertisement
CV Anand Bose

আলিপুর থেকে রাজ্যপালকে বাইপাসের ধারের হাসপাতালে স্থানান্তর, এখন কেমন আছেন আনন্দ বোস?

হার্টের ব্লকেজের পাশাপাশি কাঁধে সমস্যা রয়েছে রাজ্যপালের।
Published By: Tiyasha SarkarPosted: 02:01 PM Apr 22, 2025Updated: 02:01 PM Apr 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আলিপুরের কমান্ড হাসপাতাল থেকে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। ইতিমধ্যেই সেখানে শুরু হয়েছে চিকিৎসা। শোনা যাচ্ছে, হার্টের ব্লকেজের পাশাপাশি কাঁধে সমস্যা রয়েছে রাজ্যপালের।

Advertisement

আচমকাই রবিবার অসুস্থ হয়ে পড়েন রাজ্যপাল আনন্দ বোস। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। প্রাথমিক পরীক্ষায় হৃদযন্ত্রে কিছু ব্লকেজ ধরা পড়। সোমবার আলিপুরের কমান্ড হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। শোনা যায়, বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর অস্ত্রোপচার হতে পারে। খবর পেয়েই সোমবার সকালে রাজ্যপালকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেলে বিধানসভার স্পিকার বিমান বন্দ্য়োপাধ্যায় তাঁকে দেখতে যান। উপহার দেন ফুল। দ্রুত সুস্থতা কামনা করেন।

সেই সময়ই শোনা যাচ্ছিল, বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার ইচ্ছে আনন্দ বোসের। সোমবারই সেখানকার চিকিৎসকরা কমান্ড হাসপাতালে গিয়ে রাজ্যপালের শারীরিক পরীক্ষা করেন। তারপরই মঙ্গলবার স্থানান্তর করা হল তাঁকে। জানা যাচ্ছে, হার্টের ব্লকেজের পাশাপাশি রাজ্যপালের কাঁধে সমস্যা রয়েছে। সেখানেও অস্ত্রোপচার হতে পারে বলে খবর। যদিও এবিষয়ে হাসপাতালের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আলিপুরের কমান্ড হাসপাতাল থেকে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হল রাজ্যপাল সিভি আনন্দ বোসকে।
  • ইতিমধ্যেই সেখানে শুরু হয়েছে চিকিৎসা।
  • শোনা যাচ্ছে, হার্টের ব্লকেজের পাশাপাশি কাঁধে সমস্যা রয়েছে রাজ্যপালের।
Advertisement