shono
Advertisement
Beleghata ID Hospital

বেলেঘাটা আইডি চত্বরে উদ্ধার নরকঙ্কাল, ঘনীভূত রহস্য

কীভাবে মাথার খুলি এবং হাড়গোড় এল, তা খতিয়ে দেখা হবে বলেই দাবি হাসপাতাল সুপারের।
Published By: Sayani SenPosted: 03:56 PM Dec 20, 2024Updated: 05:38 PM Dec 20, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কলকাতায় ফের উদ্ধার নরকঙ্কাল। এবার বেলেঘাটা আইডি হাসপাতালের ভিতর থেকে পাওয়া গেল মানুষের খুলি এবং হাড়গোড়। হাসপাতাল চত্বরে পরিত্যক্ত মর্গের বাইরে খুলি এবং হাড়গোড় দেখতে পাওয়া যায়। খুলি কিংবা হাড়গোড়ের উদ্ধার সম্পর্কে কোনও তথ্যই ছিল না হাসপাতাল অধ্যক্ষের কাছে। কীভাবে খুলি এবং হাড়গোড় এল, তা খতিয়ে দেখা হবে বলেই জানান তিনি।

Advertisement

বেলেঘাটা আইডি হাসপাতালের মর্গ পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে দীর্ঘদিন। সম্প্রতি সেখানকার ঝোপঝাড় পরিষ্কার করা হয়। পরিষ্কার করার পর দেখা যায়, পরিত্যক্ত মর্গের পাশে নরকঙ্কাল পড়ে রয়েছে। স্বাভাবিকভাবে তা নিয়ে জোর হইচই পড়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তদন্তকারীরা জানিয়েছেন, হাসপাতাল চত্বর থেকে একটি খুলি উদ্ধার হয়েছে। অস্থিসন্ধি, পাঁজরা-সহ মোট ১৩টি হাড় উদ্ধার হয়েছে।

প্রিন্সিপাল নবনীতা ভট্টাচার্যকে খবর দেওয়া হয়। বেশ কিছুক্ষণ পর বেলেঘাটা আইডিতে পৌঁছন। তিনি জানতেনই না হাসপাতাল চত্বরে খুলি এবং হাড়গোড় পড়ে রয়েছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। কীভাবে নরকঙ্কাল হাসপাতাল চত্বরে পড়ে রইল, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। কাউকে খুন করে দেহ পরিত্যক্ত জায়গায় ফেলে রাখা হয়েছে নাকি অন্য কিছু বিষয়, নেপথ্যে কী রহস্য রয়েছে, তা তদন্তসাপেক্ষ বলেই জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বেলেঘাটা আইডি হাসপাতালের ভিতর থেকে পাওয়া গেল মানুষের খুলি এবং হাড়গোড়।
  • হাসপাতাল চত্বরে পরিত্যক্ত মর্গের বাইরে খুলি এবং হাড়গোড় দেখতে পাওয়া যায়।
  • কীভাবে মাথার খুলি এবং হাড়গোড় এল, তা খতিয়ে দেখা হবে বলেই দাবি হাসপাতাল সুপারের।
Advertisement