shono
Advertisement

মদের দোকানে বচসার জেরে ক্রেতাকে পিটিয়ে ‘খুন’,ঢাকুরিয়ার ঘটনায় পথ অবরোধ স্থানীয়দের

অভিযুক্তের ফাঁসির দাবিতে সরব স্থানীয় বাসিন্দারা, পুলিশকে ঘিরে বিক্ষোভ।
Posted: 05:25 PM Jul 30, 2023Updated: 05:45 PM Jul 30, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মদের দোকানে বচসার জেরে ক্রেতাকে পিটিয়ে খুনের মতো গুরুতর ঘটনা খাস কলকাতায় (Kolkata)। অভিযোগ দোকানের কর্মীদের বিরুদ্ধে। রবিবার ঢাকুরিয়ার (Dhakuria) এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্তকে কঠোরতম শাস্তির দাবিতে ঢাকুরিয়া মোড় অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। এই মুহূর্তে বন্ধ যান চলাচল। ঘটনাস্থলে রবীন্দ্র সরোবর থানার পুলিশ। খবর পেয়ে পৌঁছেছেন স্থানীয় কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায়। তিনি জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। কিন্তু কী কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটল, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঢাকুরিয়ার ওই মদের দোকানে মদ কিনতে যান এলাকারই এক যুবক। তাঁর সঙ্গে দোকানের কর্মীদের কোনও কারণে বচসা হয়। এরপরই ওই ক্রেতাকে চুলের মুঠি ধরে টেনে নিয়ে গিয়ে কিল, চড়, ঘুসি মারতে থাকে কর্মীরা। সিসিটিভি ফুটেজে (CCTV Footage) মারধরের ছবি স্পষ্ট। এরপর ক্রেতাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত (Death)বলে ঘোষণা করেন। 

[আরও পড়ুন: ‘মেগা ব্লকে’র ধাক্কায় হাওড়া-বর্ধমান শাখায় বাতিল বহু ট্রেন, জেরবার যাত্রীরা]

এরপরই স্থানীয় বাসিন্দা কার্যত খেপে ওঠেন। ঢাকুরিয়া মোড়ের মতো গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধ করেন। তাঁদের দাবি, খুনের ঘটনায় অভিযুক্তদের তাঁদের হাতে তুলে দিতে হবে। ফাঁসির দাবি তোলেন স্থানীয়রা। খবর পেয়ে রবীন্দ্র সরোবর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। পৌঁছে যান তৃণমূল কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায়। তিনি জানান, ”ওসি আমাকে জানিয়েছেন, অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তার কঠোর শাস্তি হবে। তবে এ ধরনের ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এলাকার ছেলে মদ কিনতে গিয়েছিল ওয়াইন  শপে। সেখানে এমন কী হয়েছিল যে পিটিয়ে মেরে ফেলার মতো ঘটনা ঘটল? এমনটা হলে এখানে ব্যবসা করা যাবে না। মদের দোকান তুলে দিতে হবে।” 

[আরও পড়ুন: দায়িত্ব ছাড়ছেন সৃজন-প্রতীকুর, লোকসভার আগেই রদবদল সিপিএমের ছাত্র সংগঠনে]

তবে পুলিশ, স্থানীয় কাউন্সিলর কারও উপস্থিতিকেই গুরুত্ব দিতে চাইছেন না অবরোধকারীরা। তাঁরা নিজেদের দাবিতে অনড়। পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা। এদিকে, ঢাকুরিয়া মোড়ের মতো গুরুত্বপূর্ণ রাস্তা অবরোধের জেরে রাস্তায় বিশাল যানজট তৈরি হয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement