মালদহে সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। বিধানসভা ভোটের আগে রাজ্যে একাধিক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি। মোদির সভা ঘিরে বঙ্গ বিজেপির নেতৃত্বের মধ্যে চূড়ান্ত ব্যস্ততাও চলছে। কিন্তু দিলীপ ঘোষ কোথায়? বঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি কি মালদহের মোদির সভায় থাকবেন? সেই প্রশ্ন উঠেছিল। এদিন সকালে দিলীপ ঘোষকে দেখা গেল ইকো পার্কে। সেখানে তাঁকে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে দেখা গেল। তাহলে কি এবারও প্রধানমন্ত্রীর সভায় ডাক পেলেন না দিলীপ? 'এবারও ব্রাত্য নাকি' প্রশ্ন শুনে কী বললেন দিলীপ ঘোষ?
দিলীপ ঘোষকে বঙ্গ বিজেপির কর্মকাণ্ডে তেমন একটা দেখা যায়নি সাম্প্রতিক অতীতে। প্রধানমন্ত্রী সভা করতে বাংলায় এলে শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্য-সহ অন্যান্য বিজেপি নেতাদের মঞ্চে দেখা যায়। কিন্তু ব্রাত্যই থাকেন খড়্গপুরের এই দাপুটে বিজেপি নেতা! দিলীপ ঘোষ কি বঙ্গ বিজেপিতে গুরুত্ব হারিয়েছেন? সেই জল্পনাও উঠেছে রাজনৈতিক মহলের একাংশের মধ্যে। সম্প্রতি অমিত শাহ বঙ্গ সফরে এসেছিলেন। শাহের সঙ্গে দিলীপের কথা হয়। তাহলে কি বিধানসভা ভোটের আগে দিলীপ ঘোষ দলে গুরুত্ব পাচ্ছেন? ভোটের কর্মকাণ্ডে তাঁকে দেখা যাবে? ফের কি পদ, দায়িত্ব দিলীপ পাবেন? সেসব প্রশ্ন উঠেছিল।
"সব নেতারা সব জায়গায় যান না। পার্টি ঠিক করে দেয় কে, কোন প্রোগ্রামে থাকবেন। যাকে যেখানে বলা হয়, তিনি সেখানেই যান। তিনি আরও বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী আসছেন উন্নয়নের যে সমস্ত কাজ হয়েছে, সেগুলোর উদ্বোধন করতে। সেই সঙ্গে বাংলার মানুষ চাইছে এ রাজ্যে পরিবর্তনের জন্য আমাদের কর্মীদেরও উৎসাহ রয়েছে।"
সেই জল্পনার মধ্যেই মোদি বঙ্গসফরে আসছেন। সেই কথা জানা যায়। তাহলে প্রধানমন্ত্রীর সভায় কি দিলীপ ঘোষকে এবার দেখা যাবে? সেই প্রশ্ন চর্চায় উঠে আসে। কিন্তু এদিক সকালে দিলীপকে দেখা গেল নিউটাউনের ইকো পার্কে। প্রাতঃভ্রমণে দেখা গেল তাঁকে। মোদির সভায় না গিয়ে এখানে কী করছেন বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি? প্রশ্ন শুনেই দিলীপ বলে উঠলেন, "সব নেতারা সব জায়গায় যান না। পার্টি ঠিক করে দেয় কে, কোন প্রোগ্রামে থাকবেন। যাকে যেখানে বলা হয়, তিনি সেখানেই যান।" তিনি আরও বলেন, "মাননীয় প্রধানমন্ত্রী আসছেন উন্নয়নের যে সমস্ত কাজ হয়েছে, সেগুলোর উদ্বোধন করতে। সেই সঙ্গে বাংলার মানুষ চাইছে এ রাজ্যে পরিবর্তনের জন্য আমাদের কর্মীদেরও উৎসাহ রয়েছে। সেই কারণে কোথাও কোথাও জনসভা হয়। সরকারি কাজের সঙ্গে সঙ্গে জনসভা হবে।"
প্রধানমন্ত্রী হুগলির সিঙ্গুরেও সভা করবেন? তাহলে কি সেই সভাতে থাকবেন দিলীপ? সেই প্রশ্নে দিলীপের জবাব, "এখনও পর্যন্ত ঠিক নেই! যাদের যাদের বলবেন, তাঁরা যাবেন।" প্রধানমন্ত্রী এলে সিঙ্গুরে কি শিল্প আসবে?
দিলীপ বলেন, "একটাই মানুষ আছেন নরেন্দ্র মোদি, যার উপরে মানুষ ভরসা করেন, কিছু একটা হবে, আমরাও আশা করি। সারা ভারতবর্ষে আমরা দেখেছি, এই ধরনের কাজগুলি করে দেখিয়েছেন। সিঙ্গুরে শিল্পও হল না, কৃষিও হল না। এখন জঙ্গল হয়ে পড়ে আছে। উর্বর জমি কোথাও কাশবন।" তিনি আরও বলেন, "আমরা প্রধানমন্ত্রীকে বলব। আর একথা ঠিক, এখানে যখন ডবল ইঞ্জিন সরকার হবে তখন সব বদলাবে। "
