shono
Advertisement
Dilip Ghosh

দূরত্ব ঘোচাতে গোপন বৈঠকে কী বলেছেন শাহ? 'সক্রিয়' হয়েই ফাঁস করলেন দিলীপ

দিঘার জগন্নাথধামের দ্বারোদ্ঘাটনে যাওয়া নিয়ে কী বললেন দিলীপ?
Published By: Tiyasha SarkarPosted: 11:14 AM Jan 02, 2026Updated: 01:57 PM Jan 02, 2026

বিধান নস্কর, বিধাননগর: অমিত শাহের (Amit Shah) সঙ্গে বৈঠকের পরই ফের স্বমেজাজে বঙ্গ বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। কয়েকমাস পর বৃহস্পতিবার সল্টলেকে বিজেপির কার্যালয়ে গিয়েছেন তিনি। রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের সঙ্গে ছাব্বিশের রণকৌশল নিয়ে বৈঠকও করেছেন বলে খবর। কিন্তু সর্বত্র একটাই প্রশ্ন, কোন জাদুতে দিলীপের মান ভাঙালেন শাহ? কী কথা হয়েছে তাঁদের গোপন বৈঠকে? শুক্রবার প্রাতঃভ্রমণে গিয়ে সেকথাই ফাঁস করলেন দিলীপ। 

Advertisement

বরাবরই কলকাতায় থাকলে নিউটাউনে প্রাতঃভ্রমণে যান দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখান থেকে বিভিন্ন ইস্যুতে মুখও খোলেন।  তবে দলের সঙ্গে দূরত্ব বাড়লে খানিকটা আড়ালেই চলে গিয়েছিলেন এই দাবাং নেতা। শাহী টনিকে চাঙ্গা হয়েই শুক্রবার প্রাতঃভ্রমণে পুরনো মেজাজে দেখা গেল দিলীপকে। সেখানেই জানালেন অমিত শাহ ঠিক কী বলেছেন তাঁকে। দিলীপ বললেন, "উনি কাজ করতে বলেছেন। আমি কাজে নেমে পড়েছি।" সস্ত্রীক দিঘার জগন্নাথধামের দ্বারোদ্ঘাটনে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন দিলীপ। তিনি দল বদল করতে পারেন বলে কানাঘুষোও শোনা যাচ্ছিল। বিজেপিতে সক্রিয় হওয়ার পরই এবিষয়ে কটাক্ষ করেছিলেন তৃণমূলের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। বলেছিলেন, "জগন্নাথধামে গিয়েছিলেন বলেই দলে দায়িত্ব ফিরে পেয়েছেন।" এদিন পালটা দিলেন দিলীপ। বললেন, "জগন্নাথ দেবের আশীর্বাদেই ছাব্বিশে বাংলায় বিজেপির সরকার আসবে।" বুঝিয়ে দিলেন বঙ্গে বিজেপির মাটি শক্ত করতেই একশো শতাংশ দিয়ে লড়াই করবেন তিনি। দল যা দায়িত্ব দেবে সেটাই পালন করবেন। দলের সঙ্গে দূরত্ব, মোদি-শাহের সভায় ডাক না পাওয়া প্রসঙ্গে দিলীপ বলেন, "মাঝে ভোট ছিল না। দল অন্যদের দায়িত্ব দিয়ে সামনে এনে দেখেছে। আজ মনে হয়েছে আমাকে প্রয়োজন তাই ডেকেছে।"

এদিন ফের পুরনো ভঙ্গিতেই তৃণমূল ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন দিলীপ। অভিষেকের মাসব্যাপী কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, "ডায়লগ দিয়ে ভোটে জেতা যায় না। সিপিএমও যখন জিতছিল ভেবেছিল কেউ হারাতে পারবে না। এমনভাবে হারল যে কেউ খুঁজেই পেল না।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শুক্রবার প্রাতঃভ্রমণে পুরনো মেজাজে দেখা গেল দিলীপকে। সেখানেই জানালেন অমিত শাহ ঠিক কী বলেছেন তাঁকে।
  • দিলীপ বললেন, "উনি কাজ করতে বলেছেন। আমি কাজে নেমে পড়েছি।" সস্ত্রীক দিঘার জগন্নাথধামের দ্বারোদ্ঘাটনে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন দিলীপ।
Advertisement