shono
Advertisement

Breaking News

Domjur Incident

অবশেষে পুলিশের জালে ডোমজুড়ের 'পর্ন সম্রাজ্ঞী' ফুলটুসি

বুধবার সকালে ছেলে আরিয়ানকে গ্রেপ্তার করে পুলিশ।
Published By: Sayani SenPosted: 08:58 PM Jun 11, 2025Updated: 11:16 PM Jun 11, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অবশেষে পুলিশের জালে ডোমজুড়ের 'পর্ন সম্রাজ্ঞী' ফুলটুসি ওরফে শ্বেতা খান। পুলিশ সূত্রে খবর, আলিপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। এর আগে বুধবার সকালে শ্বেতার ছেলে আরিয়ানকে গল্ফগ্রিন থেকে পাকড়াও করে পুলিশ। তাকে জেরা করে মায়ের সম্পর্কে তথ্য জোগাড় করেন তদন্তকারীরা।

Advertisement

শ্বেতা খান ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থার আড়ালে সফট পর্ন তৈরি করত বলেই অভিযোগ। জানা গিয়েছে, ছেলে আরিয়ান তরুণীকে প্রেমের জালে ফাঁসিয়ে মায়ের কাছে নিয়ে আসত। শ্বেতা এরপর জোর করে তাঁদের দিয়ে নানা কুকর্ম করাত। জানাজানি যাতে না হয়, তাই হুমকিও দেওয়া হয়। সোদপুরের তরুণীকে কাজের টোপ দিয়ে বাড়িতে আটকে রেখে গ্রেপ্তার করা হয়। ওই তরুণীর পরিবারের অভিযোগের ভিত্তিতে গত রবিবার শ্বেতার কুকীর্তি সামনে আসে। তারপর থেকে গা ঢাকা দেয় শ্বেতা ও তার ছেলে আরিয়ান।

ডোমজুড় থানায় নিয়ে আসা হল ফুলটুসিকে

বুধবার সকালে ডোমজুড় থানা এবং হাওড়া সিটি পুলিশের যৌথ তল্লাশিতে আরিয়ানকে গ্রেপ্তার করা হয়। গল্ফগ্রিন থেকে তাকে পাকড়াও করে পুলিশ। টানা জেরায় ভেঙে পড়ে। মায়ের বর্তমান ব্যবহৃত নম্বর পুলিশকে জানায় সে। কারণ, গা ঢাকা দেওয়ার পর থেকে একাধিকবার নিজের মোবাইল নম্বর বদল করে শ্বেতা। আরিয়ানের থেকে পাওয়া শ্বেতার মোবাইল নম্বর ট্র্যাক করে পুলিশ। সেই সূত্র ধরে পুলিশ জানতে পারে, আলিপুরে গা ঢাকা দিয়ে রয়েছে শ্বেতা। সেই অনুযায়ী ওই এলাকায় হানা দেয় পুলিশ।

এদিকে, নিজের পোশাক বদলে পুলিশের চোখে ধুলো দিয়ে ঘুরে বেড়াচ্ছিল শ্বেতা। তাকে ধরেও পুলিশ নিশ্চিত হতে পারছিল না। তারপর তার পরিবারের লোকজনকে ছবি তুলে পাঠায় পুলিশ। পরিবারের লোকজন ফুলটুসি ওরফে শ্বেতাকে শনাক্ত করার পর গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার ফুলটুসিকে হাওড়া আদালতে তোলা হবে। তাকে নিজেদের হেফাজতে নিতে পারেন পুলিশ আধিকারিকরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • অবশেষে পুলিশের জালে ডোমজুড়ের 'পর্ন সম্রাজ্ঞী' ফুলটুসি ওরফে শ্বেতা খান।
  • পুলিশ সূত্রে খবর, আলিপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে।
  • এর আগে বুধবার সকালে শ্বেতার ছেলে আরিয়ানকে গল্ফগ্রিন থেকে পাকড়াও করে পুলিশ।
Advertisement