shono
Advertisement

Durga Puja News: রেডরোড কার্নিভ্যালের রাতেও থাকছে বিশেষ মেট্রো পরিষেবা, জেনে নিন সময়সূচি

দুই প্রান্ত থেকে কখন ছাড়বে শেষ মেট্রো?
Posted: 04:21 PM Oct 23, 2023Updated: 04:21 PM Oct 23, 2023

নব্যেন্দু হাজরা: বঙ্গবাসীর দুর্গাপুজো (Durga Puja News) এখন আর দশমীতে শেষ হয় না। ঠিক যেমন পুজোর শুরু হয় মহালয়ার দিন থেকেই। বঙ্গবাসীর পুজোর আনন্দে নয়া সংযোজন রেড রোডের দুর্গাপুজো কার্নিভ্যাল। পুজোর পাঁচদিনের মতোই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ জড়ো হয় রেড রোডে। বিসর্জনের উৎসব দেখতে। কিন্তু তাঁরা ফিরবেন কীভাবে, তা নিয়ে চিন্তায় থাকেন দর্শনার্থীরা। এবার তাঁদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে কলকাতা মেট্রো (Kolkata Metro)।

Advertisement

মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, চলতি বছরের পুজো কার্নিভ্যালের দিন অর্থাৎ ২৭ তারিখ, শুক্রবার অতিরিক্ত মেট্রো ছুটবে। ২৩৪টির পরিবর্তে ওই দিন চলবে ২৫২ মেট্রো। রাতের শেষ মেট্রোর সময়ও বাড়ানো হয়েছে। জেনে নিন, দুই প্রান্ত থেকে কখন ছাড়বে শেষ মেট্রো?

[আরও পড়ুন: বিড়ি না দেওয়ার শাস্তি! অষ্টমীর রাতে ব্যবসায়ীকে কুপিয়ে ‘খুন’ মুর্শিদাবাদে]

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষের উদ্দেশ্যে শেষ মেট্রো ছাড়বে ১০টা ৫৮ মিনিটে। অন্যান্য দিন এই মেট্রো ছাড়ে রাত ৯টা ২৮ মিনিটে। আবার কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে মেট্রো মিলবে রাত সাড়ে ৯টার পরিবর্তে রাত ১১টায়। দমদম থেকে কবি সুভাষের উদ্দেশে শেষ মেট্রো ১১টা ১০ মিনিটে ছাড়বে। আর কবি সুভাষ থেকে দমদমের জন্য শেষ মেট্রো ছাড়বে রাত ১১টা ১০ মিনিটে।

[আরও পড়ুন: মর্মান্তিক! রাতভর ঠাকুর দেখে ভোরে ফেরার সময় বাইক দুর্ঘটনায় মৃত ২ ভাই]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement