রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের অফিস এবং কর্ণধারের বাড়িতে ইডি তল্লাশির জের এখনও ফুরোয়নি। এনিয়ে আইনি লড়াই চলছে শীর্ষ আদালতে। এমনই আবহে কলকাতায় আসছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। সূত্রের খবর, বৃহস্পতিবার তিনদিনের সফরে শহরে আসছেন তিনি। সঙ্গে থাকবেন আইনি পরামর্শদাতারাও। গত ৮ জানুয়ারি আইপ্যাকে তল্লাশিতে যাওয়া তদন্তকারী আধিকারিকদের নিয়ে আলাদাভাবে বৈঠকে বসতে পারেন রাহুল নবীন। তল্লাশি চলাকালীন যেভাবে তাঁদের কাজে প্রশাসনিক বাধা দেওয়ার অভিযোগ উঠছে, সেই পরিস্থিতি কীভাবে মোকাবিলা করবেন, তা নিয়ে পরামর্শ দিতে পারেন ইডি ডিরেক্টর।
সূত্রের খবর, বৃহস্পতিবার তিনদিনের সফরে শহরে আসছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। সঙ্গে থাকবেন আইনি পরামর্শদাতারাও। গত ৮ জানুয়ারি আইপ্যাকে তল্লাশিতে যাওয়া তদন্তকারী আধিকারিকদের নিয়ে আলাদাভাবে বৈঠকে বসতে পারেন রাহুল নবীন।
কয়লা কেলেঙ্কারি নিয়ে পুরনো এক মামলায় গত ৮ জানুয়ারি কলকাতায় ইডি হানা দেয়। তল্লাশি চলে মূলত শাসকশিবিরের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি এবং সংস্থার সল্টলেকের অফিসে। দু'জায়গাতেই তল্লাশির সময় পৌঁছে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি অফিস এবং বাড়ি থেকে জরুরি ফাইল নিয়ে চলে যান। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী সরাসরি অভিযোগ তোলেন, বিধানসভা ভোটের আগে তাঁর রাজনৈতিক রণকৌশল চুরির উদ্দেশে আইপ্যাকে ইডির এই হানা। তাই তিনি ওই সব তথ্য নিয়ে যাচ্ছেন। পালটা ইডি আধিকারিকরা অভিযোগ তোলেন, তাঁদের কাজে প্রশাসনিকভাবে বাধা দেওয়া হয়েছে। এনিয়ে দু'পক্ষের তরফেই মামলা দায়ের করা হয়। আইনি লড়াইয়ের জল গড়ায় কলকাতা হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্টে। আগামী ৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে এনিয়ে শুনানি রয়েছে।
তার আগেই কলকাতায় ইডি ডিরেক্টরের আগমন বিশেষ তাৎপর্যপূর্ণ। সূত্রের খবর, বৃহস্পতিবার কলকাতায় আসার পরদিন, শুক্রবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি দপ্তরে বৈঠক করবেন ডিরেক্টর রাহুল নবীন। ওইদিন আইপ্যাকের দপ্তরে যাঁরা তল্লাশি করতে গিয়ে বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে, তাঁদের সঙ্গে আলোচনা করবেন। কাজে বাধা পেলে কোন কৌশলে মোকাবিলা করবেন, সে বিষয়ে পরামর্শ দিতে পারেন ইডি ডিরেক্টর। শনিবার আবার তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা।
