ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: কেন্দ্রের কাছে বকেয়া চেয়ে ডেডলাইন শেষ। তাই পূর্বঘোষণামতো বঞ্চনার প্রতিবাদে শুক্রবার থেকে ৪৮ ঘণ্টার ধরনায় বসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। রেড রোডের সেই ধরনা থেকে কেন্দ্রকে ফের তুলোধোনা করলেন তিনি। নিশানা করলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকেও। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ইডির নোটিস নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল নেত্রী। তাঁর অভিযোগ, অভিষেক যখন জন্মায়নি, তখনই ইডি নোটিস পাঠিয়েছে।
রেড রোডের ধরনামঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ”বুঝুন! ২০০৩ সালের হিসাব চাইছে আমার কাছে। তখন এই দলটা শিশু। অভিষেককে একটা চিঠি দিয়েছে, সেই সময় অভিষেক জন্মায়নি। আমি কেন ২০০৩ সালের দায়িত্ব নিতে যাব? আমি ২০১১ সালের পর থেকে দায়িত্ব নেব।”
[আরও পড়ুন: এক মাসে চতুর্থ ঘটনা! আমেরিকায় ফের মৃত্যু ভারতীয় পড়ুয়ার]
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বার বার ইডি তলব নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কয়লা পাচার এবং শিক্ষা দুর্নীতি মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে বহু বার ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছে। এমনকী দলীয় কর্মসূচি স্থগিত রেখেও কখনও ৭ ঘণ্টা, কখনও ৯ ঘণ্টা ধরে কলকাতা ও দিল্লিতে ইডি কর্তাদের প্রশ্নবাণ সামলাতে হয়েছে তাঁকে। আর প্রতিবারই মাথা উঁচু করে অভিষেক বেরিয়ে একের পর এক বাণে বিদ্ধ করেছেন কেন্দ্রীয় এজেন্সিকে। আর তৃণমূল নেত্রীও তা নিয়ে বার বার সমালোচনা করেছেন।
[আরও পড়ুন: শান্তিরক্ষায় ‘সঙ্গী’, ভারতকে ৩১টি শিকারি ড্রোন বিক্রিতে সায় আমেরিকার]
তবে এবার তিনি ইডিকে নিয়ে বিস্ফোরক অভিযোগ তুললেন। তাঁর দাবি, অভিষেকের জন্মের আগে তাঁকে নোটিস পাঠিয়েছে ইডি!