shono
Advertisement
ED Raid at I-PAC Office

সল্টলেকে আইপ্যাকের দপ্তরে ইডি হানা, তল্লাশি অভিযান প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতেও

পুরানো একটি মামলায় অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।
Published By: Kousik SinhaPosted: 11:32 AM Jan 08, 2026Updated: 12:18 PM Jan 08, 2026

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  প্রতীক জৈনের বাড়িতে ইডির অভিযান (ED Raid)। সল্টলেকে আইপ্যাকের দপ্তরেও (I-PAC)। সূত্রের খবর, কয়লা পাচারের পুরানো একটি মামলায় অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। দিল্লি থেকে বুধবার রাতেই কলকাতায় পৌঁছে যান ইডির তদন্তকারী আধিকারিকরা। জানা গিয়েছে, প্রতীক জৈনের বাড়ির পাশাপাশি পোস্তায় এক ব্যবসায়ীর বাড়িতেও বৃহস্পতিবার সকাল থেকে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা।

Advertisement

এর আগে কলকাতা এবং ঝাড়খণ্ডের কয়লা পাচার মামলায় শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়েছে ইডি। এবার দিল্লির একটি পুরানো মামলায় এদিন সকাল থেকে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। জানা গিয়েছে, কয়েকবছর আগে এই মামলায় অনুপ মাঝি ওরফে লালাকে দিল্লিতে ডেকে পাঠিয়ে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছেন কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। জেরা করা হয়েছে একাধিক ব্যক্তিকেও। শুধু তাই নয়, মামলায় টাকার লেনদেনের সমস্ত তথ্য খতিয়ে দেখেন আধিকারিকরা।

সূত্রের খবর, তাঁদের জেরা করেই এবং টাকার লেনদেন সংক্রান্ত তথ্য খতিয়ে দেখার পরেই প্রতীক জৈনের নাম আসে। এরপর বুধবার রাতে দিল্লির ইডির একটি টিম কলকাতায় চলে আসে। বৃহস্পতিবার সকাল থেকেই প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি এবং আইপ্যাকের দপ্তরে চলছে তল্লাশি অভিযান। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • প্রতীক জৈনের বাড়িতে ইডির অভিযান।
  • সল্টলেকে আইপ্যাকের দপ্তরেও।
  • সূত্রের খবর, পুরানো একটি মামলায় অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।
Advertisement