shono
Advertisement

কালীঘাটের কাকুর চিকিৎসায় জোকা ESI হাসপাতালেই আস্থা ইডির! পাঠানো হল SSKM-এর রিপোর্ট

বর্তমানে এসএসকেএমে চিকিৎসাধীন সুজয়কৃষ্ণ ভদ্র।
Posted: 10:15 AM Aug 07, 2023Updated: 10:15 AM Aug 07, 2023

অর্ণব আইচ: কালীঘাটের কাকু অর্থাৎ সুজয়কৃষ্ণ ভদ্রের (Sujay Krishna Bhadra) চিকিৎসা নিয়ে জটিলতা অব্যাহত। কোথায় তাঁর চিকিৎসা হবে তা নিয়ে জল্পনা চলছে। এরই মাঝে সুজয়কৃষ্ণের সমস্ত মেডিক্যাল রিপোর্ট জোকা ইএসআই হাসপাতালে পাঠালো ইডি। সেখানকার চিকিৎসকদের হাতেই ছাড়া হতে পারে কালীঘাটের কাকুর চিকিৎসার ভার, এমনটাই খবর।

Advertisement

গত জুন মাসে হৃদরোগে আক্রান্ত হয়ে সুজয়কৃষ্ণ ভদ্রের স্ত্রী বীণা ভদ্রর মৃত্যু হয়। স্ত্রীর শেষকৃত্যের জন্য সাময়িক ভাবে জেল থেকে বেরনোর অনুমতি পান শিক্ষা দুর্নীতিতে অভিযুক্ত কালীঘাটের কাকু তথা সুজয়কৃষ্ণ ভদ্র। শর্তসাপেক্ষে সেই প্যারোলের মেয়াদ বাড়ায় কলকাতা হাই কোর্ট। প্যারোল শেষের পর জেলে ফিরেই অসুস্থ হয়ে পড়েন ‘কালীঘাটের কাকু’। অসুস্থ সুজয়কৃষ্ণ ভদ্র বর্তমানে এসএসকেএমে চিকিৎসাধীন। সম্প্রতি নিম্ন আদালতে বেসরকারি হাসপাতালে চিকিৎসা ও জামিনের আরজি জানান কালীঘাটের কাকুর আইনজীবীর। কিন্তু তার বিরোধিতা করে ইডি। পরবর্তীতে একই আবেদন নিয়ে হাই কোর্টে মামলা করেন সুজয়কৃষ্ণের আইনজীবী। সেই মামলার শুনানিতেও সুজয়কৃষ্ণ ভদ্রের অসুস্থতা নিয়ে সংশয় প্রকাশ করে ইডি।

[আরও পড়ুন: নকল ব্যালট বানিয়ে পুকুরে ফেলছে বিরোধীরাই! বিস্ফোরক দাবি জ্যোতিপ্রিয় মল্লিকের]

এরপরই ‘কালীঘাটের কাকু’র স্বাস্থ্যপরীক্ষায় ইডিকে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। আগামী বুধবারের মধ্যে ইডিকে মেডিক্যাল বোর্ড গঠনের কথা বলা হয়েছে। নির্দেশ পাওয়া মাত্রই কাজ শুরু করেছে ইডি। শুক্রবার সকালেই এসএসকেএমে গিয়ে রিপোর্ট জোগাড় করেন আধিকিকারিকরা। সূত্রের খবর, রবিবার জোকা ইএসআই হাসপাতালে ইডির তরফে কালীঘাটের কাকুর রিপোর্ট পাঠানো হয়েছে। সম্ভবত সেখানকার চিকিৎসকদের নিয়েই তৈরি হবে মেডিক্যাল বোর্ড।

[আরও পড়ুন: দুর্ঘটনার পর হুইলচেয়ারই সঙ্গী, প্রতিকূলতাকে হারিয়ে ড্রাগনবোট চ্যাম্পিয়নশিপে বাংলার অপূর্ব]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement