সুদীপ রায়চৌধুরী: বিধিভঙ্গের অভিযোগ। বারুইপুর পূর্বের ২ বিএলও, ERO ও AERO'কে শোকজ করল নির্বাচন কমিশন। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাঁদের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
রাজ্যজুড়ে চলছে এসআইআর। বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিলি করেছেন ও জমা নিয়েছেন বিএলওরা। সূত্রের খবর, ফর্ম বিলি শুরুর পরই জানা যায় বারুইপুর পূর্বের ৯৮ নম্বর বুথের দায়িত্ব প্রাপ্ত বিএলও তৃণমূলের পদাধিকারী। বিষয়টি নিয়ে অভিযোগ জমা পড়ে কমিশনে। এরপরই তাঁকে সরিয়ে দেওয়া হয়। সেই দায়িত্ব পান অন্যজন। কমিশন সূত্রে খবর, অব্যাহতি দেওয়ার পরও নাকি বিএলওর দায়িত্ব সামলেছেন প্রথমজনই। নথিতে মেলে তাঁর সই। বিষয়টা নজরে পড়তেই বারুইপুর পূর্বের ৯৪ নম্বর বুথের দুই বিএলও, ইআরও, এবং এইআরও-কে শোকজ করল নির্বাচন কমিশন।
উল্লেখ্য, এদিন পূর্ব ঘোষণা মতো সোনাগাছিতে এসআইআরের ক্যাম্পের আয়োজন করেছিল নির্বাচন কমিশন। সেখানে উপস্থিত ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল। কমিশন জানিয়েছে, ওই ক্যাম্পে ৮০৩ জন গিয়েছিলেন। তাঁদের মধ্যে ফর্ম-৬ পূরণ করে ভোটার তালিকায় নাম তুলেছেন ২১০ জন। ফর্ম-৮ জমা হয়েছে ৫১টি। ১২ জন এনুমারেশন ফর্ম সাবমিট করেছেন।
