অর্ণব আইচ: জীবন বিমার নামে প্রতারণা! মাসে-মাসে টাকার বিনিময়ে বিমার নথিও দিতেন সেই এজেন্ট। কিন্তু দুবছর পর জানা গেল প্রকৃত সত্য। খাস কলকাতায় প্রতারণার কায়দা দেখে চোখ কপালে উঠেছে লেক থানার পুলিশের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, লেক থানায় আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেছিল এক দম্পতি। অভিযোগ, ১২ লক্ষ ৯০ হাজার টাকা হাতিয়েছে জীবন বিমার 'ভুয়ো' এজেন্ট। ২০২২ সালে লেক গার্ডেন্স এলাকার অভিজাত দম্পতির সঙ্গে আলাপ হয়েছিলেন বিমা এজেন্ট মনোরঞ্জন সর্দারের। তাঁর বাড়িও লেক এলাকায়। আলাপের পরই বিমা করার প্রস্তাব দিয়েছিলেন তিনি। প্রস্তাবে রাজিও হয়ে যায় দম্পতি। সেই মতো মাসে মাসে টাকা দিতে শুরু করেন তাঁরা। পরিবর্তে নথিও দিতেন মনোরঞ্জন।
সম্প্রতি আর্থিক অনটনে পড়ে ওই দম্পতি। পরিস্থিতি সামাল দিতে বিমার টাকা তুলে নেওয়ার পরিকল্পনা করেন। সেই মতো এজেন্টের দেওয়া কাগজপত্র নিলে বিমা অফিসে হাজির হন। সেখানেই মাথায় হাত পড়ে দম্পতির। জানতে পারেন, তাঁদের নামে কোনও বিমাই হয়নি। জমা পড়েনি কোনও টাকা। যে নথি দেওয়া হয়েছিল তাঁদের তাও পুরোপুরি জাল। এর পরই থানায় অভিযোগ দায়ের করেন। সেই মতো মঙ্গলবার মনোরঞ্জনকে গ্রেপ্তার করে পুলিশ। চলছে জেরা। পুলিশের প্রাথমিক ধারণা, শুধু লেক এলাকার দম্পতি নন, একইভাবে একাধিক ব্যক্তিকে প্রতারণা করেছেন ওই এজেন্ট। মোটা অঙ্কের টাকা হাতিয়ে পালিয়ে যাওয়ার ছক ছিল। এই অপরাধের সঙ্গে কোনও চক্রের যোগ রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।