কৃষ্ণকুমার দাস: HIDCO-এর চেয়ারম্যানের দায়িত্ব নিয়েই আগামী কর্মসূচি ঘোষণা করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। জানালেন, শীঘ্রই নিউটাউনের ধাঁচে রাজ্যের বিভিন্নপ্রান্তে উপনগরী তৈরি করবে হিডকো। শুক্রবারই তিনি বৈঠকে বসলেন অন্যান্য কর্মীদের সঙ্গে।
বাম আমলে হিডকোর চেয়ারম্যান পদে ছিলেন তৎকালীন আবাসন মন্ত্রী গৌতম দেব (Gautam Deb)। তারপর পেরিয়েছে ১১ বছর। তৃণমূল রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে হিডকোর চেয়ারম্যান পদে ছিলেন দেবাশিস সেন। কোনও মন্ত্রী এই পদ পাননি। ১১ বছর পর ফের এক মন্ত্রী হিডকোর চেয়ারম্যানের দায়িত্ব পেলেন। শুক্রবার মন্ত্রী ফিরহাদ হাকিম হিডকোর চেয়ারম্যান পদের দায়িত্ব বুঝে নেন। বৈঠক করেন কর্মীদের সঙ্গে। এদিনের বৈঠকের মূল বিষয় বস্তু ছিল, কীভাবে নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলিকে সস্তায় জমি দিয়ে সাহায্য করা যায়।
[আরও পড়ুন: ইচ্ছার বিরুদ্ধে অনুদান হিসাবেও কর্মীর বেতন কাটা যায় না, বিশ্বভারতী প্রসঙ্গে জানাল High Court]
এদিন হিডকোর আগামী কর্মসূচির কথাও জানিয়েছেন সদ্য দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন, রাজারহাট-নিউটাউনের ধাঁচে আরও একাধিক উপনগরী গড়ে তোলা হবে রাজ্যে। হাওড়ায় (Howrah) তৈরি হবে ‘খেল সিটি’। ‘গ্রিন সিটি’ তৈরির কথা জানানো হলেও কোথায় হবে তা জানাননি হিডকো চেয়ারম্যান। যদিও হিডকো সূত্রে খবর, দক্ষিণ ২৪ পরগনায় তৈরি হবে ওই ‘গ্রিন সিটি’। এতদিন আমজনতার ধারণা ছিল, হিডকো মানেই রাজারহাট। কিন্তু দায়িত্ব নিয়েই ফিরহাদ হাকিম বুঝিয়ে দিয়েছেন গোটা রাজ্যের কাজ করবে পশ্চিমবঙ্গ আবাসন পরিকাঠামো উন্নয়ন নিগম।