ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে ফের কংগ্রেসে ফিরলেন প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা বিজেপি নেতা অমল আচার্য। বাংলায় এআইসিসি পর্যবেক্ষক গুলাম আহমেদ মীর, প্রদেশ সভাপতি শুভঙ্কর সরকারের উপস্থিতিতে আজ বুধবার বিধান ভবনে কংগ্রেসে যোগ দেন তিনি। অমল ভট্টাচার্যের সঙ্গেই এদিন কংগ্রেসে যোগ দিয়েছেন প্রায় সাত জন প্রাক্তন পঞ্চায়েত সমিতির পদাধিকারীও। অমল আচার্যে কংগ্রেসে যোগ আগামিদিনে উত্তরবঙ্গে দলের শক্তি বাড়াবে বলেই দাবি। শুধু তাই নয়, তাঁর মতো আরও অনেকেই কংগ্রেসে আসবে বলে মন্তব্য প্রদেশ সভাপতির।
এদিন কংগ্রেসে যোগ দিয়েই একরাশ আক্ষেপের কথা তুলে ধরেন অমল আচার্য। তিনি বলেন, ''মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে গিয়েছিলাম। জেলায় তৃণমূলের সংগঠনকে শক্তিশালী করেছিলাম। দু'বার বিধায়ক হয়েছিলাম। কিন্তু ২০২১ সালে টিকিট দেওয়া হল না।'' এই প্রসঙ্গে অমলবাবুর দাবি, ''একটা সান্ত্বনা আশা করেছিলাম। সেটাও দেওয়া হয়নি।'' তবে টিকিট না পাওয়ার আক্ষেপ থেকেই ফের কংগ্রেসে যোগ? এই প্রসঙ্গে অবশ্য প্রাক্তন বিধায়কের দাবি, ''টিকিট পাওয়া, না পাওয়া কোনও বিষয় নয়। কিন্তু আমিও তো মানুষ, খারাপ লাগে।''
বলে রাখা প্রয়োজন, কংগ্রেসের হাত ধরেই রাজনীতিতে হাতেখড়ি অমল আচার্যের। এরপর যদিও তৃণমূল কংগ্রেসে যোগ দেন। ইটাহার থেকে ২০১১ এবং ২০১৬ সালে বিধায়কও হয়েছিলেন তৃণমূলের টিকিটে। শুধু তাই নয়, তৃণমূলের উত্তর দিনাজপুর জেলা সভাপতি হিসাবেও দায়িত্ব সামলেছেন দীর্ঘ সময় ধরে। ছিলেন অন্যান্য একাধিক পদেও। যদিও ২০২১ বিধানসভা নির্বাচনে অমল আচার্যকে টিকিট দেয়নি তৃণমূল। এরপরেই ধীরে ধীরে রাজনৈতিক জমি হারাতে শুরু করেন। যোগ দেন বিজেপিতে। সুকান্ত মজুমদারের উপস্থিতিতে দলবদল করে। কিন্তু কখনই সক্রিয়ভাবে সে দলে অমল আচার্যকে দেখা যায়নি। এমনকী বহুদিন সক্রিয় রাজনীতিতেও নেই। অবশেষে বঙ্গ বিধানসভা ভোটের আগে ফের দলবদল করে কংগ্রেসে ফিরলেন অমলবাবু।
