সোমবার থেকে শুরু চলতি বছরের মাধ্যমিক। কিন্তু এখনও অ্যাডমিট কার্ড হাতে পায়নি ভবানীপুরের একটি নামী স্কুলের ছাত্র। বাধ্য হয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন পড়ুয়া। বিষয়টা জানামাত্রই স্কুলকে ১০ হাজার টাকা জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।
জানা গিয়েছে, মামলাকারী ছাত্রের নাম অয়ন দাস। ভবানীপুরের একটি নামী স্কুলের ছাত্র সে। তাঁর অভিযোগ ছিল, স্কুলের গাফিলতিতে শুক্রবার সকাল পর্যন্ত অ্যাডমিট কার্ড পায়নি সে। এদিকে সোমবার থেকেই শুরু হচ্ছে পরীক্ষা। ফলে কী করবে বুঝে উঠতে পারছিল না ছাত্র। এক পর্যায়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয় সে। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে ছিল শুনানি। গোটা বিষয়টা জানার পর বিচারপতি অয়ন দাসকে শুক্রবার সন্ধের মধ্যে এনরোলমেন্ট চেয়ে আবেদন করার নির্দেশ দেন। মধ্যশিক্ষা পর্ষদকে জরুরি ভিত্তিতে অ্যাডমিট কার্ড দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি।
পাশাপাশি স্কুল কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারপতি। সেইসঙ্গে স্কুলের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক। শেষ হবে ১২ ফেব্রুয়ারি। একনজরে দেখে নিন মাধ্যমিকের সূচি।
২ ফেব্রুয়ারি (সোমবার): প্রথম ভাষা
৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার): দ্বিতীয় ভাষা
৬ ফেব্রুয়ারি (শুক্রবার): ইতিহাস
৭ ফেব্রুয়ারি (শনিবার): ভূগোল
৯ ফেব্রুয়ারি (সোমবার): গণিত
১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার): ভৌতবিজ্ঞান
১১ ফেব্রুয়ারি (বুধবার): জীবনবিজ্ঞান
১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার): ঐচ্ছিক বিষয়
