shono
Advertisement
Howrah

হেরিটেজ হোটেলে বদলে যাবে হাওড়া ডিআরএম বিল্ডিং, চিন্তাভাবনা রেলের

পুরনো ব্রিটিশ স্থাপত্যে তৈরি ভবনে হবে হোটেল।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 04:46 PM Jun 18, 2025Updated: 04:46 PM Jun 18, 2025

সুব্রত বিশ্বাস: ব্রিটিশ স্থাপত্যে তৈরি হাওড়া ডিআরএম বিল্ডিং এবার হেরিটেজ হোটেলে রূপান্তরিত হবে। এমনই চিন্তাভাবনা এখন রেলের। হাওড়া রেল মিউজিয়ামের পাশে তৈরি হয়েছে ডিআরএম দপ্তরের নতুন ভবন। পাঁচতলা এই ভবনটি পুরোপুরি বাতানুকূল। আধুনিক স্বাচ্ছন্দ্যে মোড়া এই দপ্তরে কর্মীরা ভালোভাবে কাজ করতে পারবেন। ফলে রেলের কাজে দ্রুততা আসবে বলে এই ভবনের পরিবর্তন। 

Advertisement

পুরনো ব্রিটিশ স্থাপত্যে তৈরি ভবনে হবে হোটেল। হাওড়ার ডিআরএম সঞ্জীবকুমার বলেন, ভবনটির সদ্ব্যবহার করা হবে। যেহেতু গুরুত্বপূর্ণ স্টেশন হাওড়া, তাই যাত্রীদের আনাগোনা বেশি। যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য ভালো থাকার ও খাবার জায়গা জরুরি। এজন্য ওই ভবনটিকে তেমনভাবে ব্যবহার করা হবে। তবে এখনও সুনিশ্চিতভাবে পরিকাঠামো নিয়ে ভাবনা হয়নি। আগামী দু'সপ্তাহের মধ্যে ডিআরএম দপ্তরটি স্থানান্তরিত হবে নতুন ভবনে বলে তিনি জানান। পুরনো ডিআরএম বিল্ডিংটি হাওড়া স্টেশনের অবিচ্ছেদ্য অংশ। ১৯০০ থেকে ১৯০৮ সালের মধ্যে রোমোনেস্ক ও মুরিশ উভয় স্থাপত্যে স্টেশনটি পুনর্নির্মাণ হয়। সেই থেকে সমান গুরুত্বপূর্ণ ডিআরএম বিল্ডিং।

দ্বিতল ভবন হলেও ঘরগুলো অতি সুন্দর ও প্রশস্ত হওয়ায় হোটেলের অনুকূল। সিঁড়ি থেকে খিলান, কড়িবরগা সবই প্রচীন ও ঐতিহ্যবাহী। কমার্শিয়াল বিভাগ সূত্রে জানা গিয়েছে, হাওড়া নিউ কমপ্লেক্সে রয়েছে যাত্রী নিবাস। আইআরসিটিসি পরিচালিত এই নিবাস এখন বাণিজ্যিকভাবে খুবই গুরুত্বপূর্ণ। হাওড়া ওল্ড ও নিউ কমপ্লেক্সের মাঝে এই ডিআরএম ভবনটিতে হোটেল হলে তা অতিমাত্রায় গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। চাহিদাও হবে যথেষ্ট বলে তাদের ধারণা। তবে এই হেরিটেজ ভবনটির কোনওরকম ক্ষতি করা হবে না। তার ঐতিহ্য বজায় রেখেই পরিকাঠামো গঠন হবে। নিউ কমপ্লেক্সের যাত্রী নিবাসের উপরে রেলের যেসব আধিকারিকদের দপ্তর রয়েছে, তা সবই হোটেলে পর্যবসিত হবে। এছাড়া ডিআরএম ভবনের সঙ্গে সংযুক্ত অন্য সব বিল্ডিংগুলো ভেঙে জায়গা ফাঁকা করা হবে বলে রেল জানিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ব্রিটিশ স্থাপত্যে তৈরি হাওড়া ডিআরএম বিল্ডিং এবার হেরিটেজ হোটেলে রূপান্তরিত হবে। এমনই চিন্তাভাবনা এখন রেলের।
  • হাওড়া রেল মিউজিয়ামের পাশে তৈরি হয়েছে ডিআরএম দপ্তরের নতুন ভবন।
  • পাঁচতলা এই ভবনটি পুরোপুরি বাতানুকূল। আধুনিক স্বাচ্ছন্দ্যে মোড়া এই দপ্তরে কর্মীরা ভালোভাবে কাজ করতে পারবেন।
Advertisement