shono
Advertisement
IND vs SA Test

দর্শকদের মধ্যেই মিশে থাকবে পুলিশ! দিল্লি বিস্ফোরণের পর ইডেনে নজিরবিহীন নিরাপত্তা লালবাজারের

ইতিমধ্যে ইডেন গার্ডেনস পরিদর্শন করেন কলকাতা পুলিশ কমিশনার
Published By: Kousik SinhaPosted: 12:08 PM Nov 13, 2025Updated: 03:35 PM Nov 13, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার থেকে ইডেনে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ (IND vs SA Test)। দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের পরেই দেশজুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। কড়া নিরাপত্তার মোড়কে মুড়ে ফেলা হয়েছে কলকাতাকেও। এই আবহেই ইডেনে শুরু হচ্ছে টেস্ট ম্যাচ। নিরাপত্তায় কোনও খামতি রাখতে চাইছে না কলকাতা পুলিশ। একেবারে দুর্গে পরিণত করে ফেলা হচ্ছে ক্রিকেটের নন্দনকাননকে। খেলা চলাকালীন দর্শকদের মধ্যে যেমন মিশে থাকবে সাদা পোশাকের পুলিশ তেমনই ইডেনের ফেন্সিং জুড়েও মোতায়েন হবে বিশাল পুলিশবাহিনী।

Advertisement

ক্রিকেটারদের নিরাপত্তা এবং দর্শকদের সুরক্ষার কথা মাথায় রেখে গত কয়েকদিন আগেই ইডেন পরিদর্শন করেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ বর্মা। গোটা মাঠের নিরাপত্তা দিকগুলি খতিয়ে দেখেন। জানা গিয়েছে, নিরাপত্তার কথা ভেবে ইডেনের বিভিন্ন অংশকে কয়েকটি ভাগে ভাগ করেছেন পুলিশ কর্তারা। প্রত্যেকটি ভাগের দায়িত্বে থাকবেন ডেপুটি পুলিশ কমিশনার, থাকবেন ৯ জন এসি। দর্শকরা যে জায়গায় বসবেন সেখানেও একজন করে ডেপুটি পুলিশ কমিশনার এবং অন্তত ৯ জন এসি দায়িত্বে থাকবেন। পাশাপাশি বিরাট পুলিশের একটি দল সুরক্ষায় মোতায়েন থাকবেন। এখানেই শেষ নয়, ক্লাব হাউস এবং ভিভিআইপি জোনের নিরাপত্তাতেও পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা নিরাপত্তায় মোতায়েন থাকবেন বলে লালবাজার সূত্রে জানা যায়।

এছাড়াও ইডেনের বিভিন্ন জায়গায় সশস্ত্রবাহিনীর সদস্যরা যেমন থাকবেন, তেমনই থাকবে কিআরটি অর্থাৎ কুইক রেসপন্স টিম। ইডেনের বাইরেও নিরাপত্তাতে জোর দেওয়া হয়েছে। ইডেনকে ঘিরে বিভিন্ন জায়গায় তৈরি করা হচ্ছে বাঙ্কার। যেখানে কলকাতা পুলিশের কমব্যাট বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন। পাশাপাশি ইডেন সংলগ্ন একাধিক রাস্তাতেও শুক্রবার যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে জানা যাচ্ছে। দিল্লি বিস্ফোরণের পরেই ইডেনের নিরাপত্তা বাড়ানো হয়। জোর দেওয়া হয় ক্রিকেটারদের নিরাপত্তাতেও। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • শুক্রবার থেকে ইডেনে শুরু হচ্ছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টেস্ট ম্যাচ।
  • কড়া নিরাপত্তার মোড়কে ইডেন গার্ডেন।
Advertisement