অর্ণব আইচ: বিভিন্ন শহরে আইএসআই গুপ্তচররা ওঁত পেতে বসে রয়েছে বলেই একাধিক রিপোর্টে তা উল্লেখ করা হয়েছে। কলকাতাও কী রয়েছে সেই তালিকায়? শহর থেকে পাক গুপ্তচর সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তারির ঘটনায় আরও জোরাল সেই প্রশ্ন।
শুক্রবার কলকাতা পুলিশের এসটিএফ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃতের নাম ভক্তবংশী ঝাঁ। বছর ছত্রিশের ওই ব্যক্তি বিহারের দ্বারভাঙার বাসিন্দা। কয়েকদিন ধরে ক্যুরিয়ার সংস্থার কাজ করত সে। দিল্লিতেও ছিল অভিযুক্ত। তদন্তকারীরা জানান, গত ৩ মাস ধরে কলকাতায় ছিল ভক্তবংশী ঝাঁ। শনিবার তাকে আদালতে পেশ করা হবে।
[আরও পড়ুন: স্ক্র্যাপ গোডাউনে হানা আরপিএফের, উদ্ধার রেলের লক্ষ লক্ষ টাকার চোরাই সামগ্রী, গ্রেপ্তার ৩]
ধৃতের বিরুদ্ধে তথ্যপাচারের অভিযোগ রয়েছে। তদন্তকারীদের দাবি, ধৃতের মোবাইলে বেশ কয়েকটি ছবি, ভিডিও এবং অনলাইন চ্যাট পাওয়া গিয়েছে। সেগুলি খতিয়ে দেখা হচ্ছে। তা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসবে বলেই মনে করছেন তদন্তকারীরা।